অনেকক্ষেত্রেই মেকআপ করার পর আমাদের চেহারায় মেকআপের উগ্রতা ফুটে ওঠে। বিশেষ দিনের বেলায় কোনও অনুষ্ঠানে বা অফিস লুকে উগ্র মেকআপ একেবারেই ঠিক নয়। এর জন্যই মেকআপ আর্টিস্টরা নো-মেকআপ লুক ব্যবহার করেন। এতে মেকআপের ব্যবহার হলেও তা একেবারেই চেহারায় ফুটে অঠে না।
আরও পড়ুন: চুল পড়া চিরকালের জন্য বন্ধ করতে পারে এই উপাদান! পাকা চুলও তাড়ায় কয়েক মিনিটে
advertisement
নো-মেকআপ লুক অনেকদিন ধরেই ট্রেন্ডিং হলেও এখনও আমাদের দেশে এটি তেমন জনপ্রিয়তা পায়নি। সেই কারণেই বেশিরভাগ মেকআপ টিউটোরিয়ালে মেকআপ-এর একটি খুব দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া ব্যাখ্যা করে দেখানো হয়।
যাঁরা দিনের মেলায় কোনও অনুষ্ঠান বা অফিস লুকের জন্য প্রস্তুত হতে চান তাঁদের বিশেষ যত্ন সহকারে মুখের বেস মেকআপ জরুরি। এর জন্য সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে মেকআপ করা উচিত এবং এই মেকআপের বেস একেবারেই হালকা হওয়া জরুরি। যাতে এটি আমাদের ত্বকের টোনের সঙ্গে সাধারণ ভাবে মিশে যায়।
প্রথমেই মনে রাখতে হবে কখনওই গাঢ় বা ফ্যাকাশে ফাউন্ডেশন শেড লাগানো উচিত নয়।
নিখুঁত মেকআপের প্রাথমিক বিষয়ই হল হালকা বেস তৈরি। এর জন্য প্রতিদিন কমপ্যাক্ট প্রয়োগ করা যেতে পারে। এতে মুখে ম্যাট ফিনিশ আসবে। দিনের বেলায় গাঢ় লিপস্টিক পরা এড়িয়ে চলা উচিত। এর পরিবর্তে গ্লস বা হালকা লিপস্টিক বা পছন্দের কোন নুড লিপস্টিক বা টিন্টেড লিপস্টিক বেছে নিতে হবে।
ট্র্যাডিশনাল বা জমকালো পোশাকের সঙ্গে গাঢ় লিপস্টিক আমাদের সম্পূর্ণ চেহারা নষ্ট করে দিতে পারে। তাই হালকা শেডের লিপস্টিক বাছাই করা উচিত। গাড় রঙের পরিবর্তে হাকলা রঙের ব্লাশার ব্যবহার করলে এটি আমাদের চেহারায় নরম একটি লুক নিয়ে আসে। দিনের জন্য প্রস্তুত হওয়ার সময় প্রেরণা দেশমুখের এই সহজ টিপসগুলি অনুসরণ করলে মেকআপের পাশাপাশি ত্বকে সতেজতাও বজায় থাকবে।