এরপর থেকে বার বার ব্যবহার করা পুরনো ছেঁড়া চপ্পল আর ফেলে দেওয়া চলবে না। কারণ এই ছেঁড়া চটি নানা ভাবে নানা কাজে ব্যবহার করা যেতে পারে।
আসবাবপত্রে ব্যবহার
সবার বাড়িতেই হালকা থেকে ভারী নানা রকমের আসবাব থাকে। অনেক সময় ভারী আসবাব ঠেলে একদিক থেকে আরেক দিকে সরাতে গেলে মেঝেতে বিশ্রী দাগ হয়ে যায়। পুরনো স্লিপার গোল করে কেটে আসবাবের পায়ায় আটকে দিলে এই সমস্যা আর হবে না।
advertisement
ছোট টব ঝুলিয়ে রাখার জন্য
চটি উল্টো করে ঝুলিয়ে তার মধ্যে ছোট ছোট টব ঝুলিয়ে দিলে দারুণ দেখতে লাগবে। তাছাড়া বিষয়টা একটু অভিনবও হবে। বিশেষ করে যাঁরা বাগান করতে ভালোবাসেন তাঁদের এই আইডিয়া নিশ্চয়ই ভাল লাগবে।
আরও পড়ুন : আজ কলকাতায় কখন দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, জানুন সেই মহাজাগতিক ঘটনার সময়
নতুন রূপে সাজিয়ে তোলা
যদি শুধুমাত্র পুরনো হয়ে গিয়েছে বলেই চটি ফেলে দেওয়ার কথা মাথায় আসে তাহলে আরও একবার ভেবে দেখার সময় এসেছে। পুরনো চপ্পল পুরনো জিনস দিয়ে বা অন্য অনেক সামগ্রী দিয়ে আবার নতুন করে সাজিয়ে নেওয়া যেতে পারে।
ঘর সাজানো
ছেঁড়া বাতিল চপ্পল দিয়ে কিন্তু দারুণ স্টাইলে ঘর সাজানো যায়। শুনে চমকে উঠবেন অনেকেই! ভাববেন যে পায়ে পরার ছেঁড়া চটি সেই দিকে কীভাবে ঘর সাজানো যাবে? তার জন্য একটু শুধু আধুনিক আইডিয়া লাগবে। ধরা যাক কেউ বিচ বা সমুদ্র সৈকতে যেতে ভালোবাসেন। তাঁর ছেঁড়া বাতিল চপ্পল পর পর সাজিয়ে তিনি একটা স্টেটমেন্ট ঘর সাজানোর সামগ্রী তৈরি হতে পারেন। সেই চপ্পলগুলোতে আর কোথায় কোথায় বেড়াতে যাওয়া যেতে পারে সেটা খুব মিষ্টি করে লিখেও রেখে দেওয়া যেতে পারে। লিভিং রুমে এই অন্য ধাঁচের ঘর সাজানোর জিনিস দেখলে সবার সেদিকে চোখ যাবেই!