দীর্ঘ দিন ধরে পরিচালিত এই গবেষণার সঙ্গে যুক্ত চিকিৎসক তথা বিজ্ঞানীরা জানাচ্ছেন যে গ্রিন টি এবং ডার্ক চকোলেটের মধ্যে রয়েছে অ্যান্টিইনফ্ল্যামেটরি, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল ফাইটোনিউট্রিয়েন্টস। যা উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রেখে শরীরের রোগপ্রতিরোধী ক্ষমতা বাড়িয়ে তোলে।
ফ্রন্টিয়ার জার্নালে প্রকাশিত হওয়া এই সমীক্ষা জানিয়েছে যে এ হেন ফাইটোনিউটরিয়েন্টস সরবরাহ করে গ্রিন টি, কোকো পাউডার, ডার্ক চকোলেট, এবং মুসাডিন প্রজাতির বিশেষ দুই রকমের আঙুর। দীর্ঘ দিন ধরে সমীক্ষা পরিচালনার পর নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির এই চিকিৎসক এবং গবেষকরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এগুলো নিয়মিত খেলে শরীরের রোগপ্রতিরোধী ক্ষমতা বাড়বে যা কোভিড ১৯ ভাইরাসের সঙ্গে লড়াই করার জন্য শরীরকে প্রস্তুত রাখবে।
advertisement
প্রসঙ্গত, এর আগে প্রকাশিত নানা সমীক্ষাও উল্লেখ করেছিল যে স্রেফ রোগপ্রতিরোধী ক্ষমতা কম হওয়ার জন্যই বিশ্বের যুবক সম্প্রদায়ের অনেকেরই মৃত্যু হচ্ছে করোনার কবলে!