TRENDING:

সামনেই তুখোড় গরম, কেমন টি-শার্ট বাছবেন 'কুল' থাকতে ? পড়ুন--

Last Updated:

তবে টি-শার্টের ডিজাইন যে রকমেরই হোক না কেন, সেটা বেছে নেওয়ার আগে একটা কথা মাথায় না রাখলেই নয়- কাপড়টা হতে হবে নরম! তাতে শরীরে হাওয়া ঢুকবে, শরীর ঠাণ্ডা থাকবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: 'কুল ডুড' হোক বা 'কুল টেম্পারেচার'...গরমের সময়ে এই দেশের ভরসা টি-শার্ট। পরে আরাম, স্টাইল স্টেটমেন্টের তালিকায় পয়লা নম্বরে থাকে এই পোশাক। সঙ্গে দামের ব্যাপারটাকেও একেবারে উপেক্ষা করা যায় না। বাজেট আর স্টাইল দুই যদি বজায় রাখতে টি-শার্টের জুড়ি মেলা ভার!
advertisement

এটা ঠিক, শীত পেরিয়ে সবে মাত্র বসন্ত এসেছে। তবে এখন থেকেই কড়া রোদ্দুর। তীব্র গরমের অশনি সংকেত। খানিকটা একই কথা বলছে ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট (IMD)। মৌসম বিভাগের তরফে ইতিমধ্যেই মার্চ ও মে মাসের ক্রমবর্ধমান তাপমাত্রার একটি পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সূত্রে জানা গিয়েছে, এই বছর আরও বেশি গরম পড়তে চলেছে। দক্ষিণের কয়েকটি রাজ্য বাদে পুরো ভারত পুড়বে গ্রীষ্মের দাবদাহে। কাজেই দেখে নিন, কেমন টি-শার্ট গরমের ফ্যাশনে কেতাদুরস্ত হয়ে উঠতে পারে!

advertisement

১. সুপারহিরো টি-শার্ট

মানে একটু বডি হাগিং টি-শার্ট! যদি শরীর সুগঠিত হয়, তবে এই টি-শার্ট অনায়াসে বেছে নেওয়া যায়।

২. মোটিভেশনাল টি-শার্ট

এই ধরনের টি-শার্টের বুকে কোনও একটা বার্তা লেখা থাকে যা সহজেই অন্যের নজর কাড়ে, সঙ্গে ব্যক্তির রসবোধ আর মেধারও পরিচয় দেয়।

৩. ক্লাসিক প্লেন টি-শার্ট

একেবারে সাদা-মাটা গোল গলার টি-শার্ট ! রং হতে পারে সাদা বা ব্যক্তিত্বের সঙ্গে মানানসই যা কিছু!

advertisement

৪. স্পোর্টি লুক

এই ধরনের টি-শার্টও ছিমছাম আর একরঙা হয়। তবে এক্ষেত্রে কলার থাকে।

৫. কার্টুন টি-শার্ট

এই ধরনের টি-শার্টের বুকে পছন্দের কোনও কার্টুন ক্যারেক্টারের ছবি থাকে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে টি-শার্টের ডিজাইন যে রকমেরই হোক না কেন, সেটা বেছে নেওয়ার আগে একটা কথা মাথায় না রাখলেই নয়- কাপড়টা হতে হবে নরম! তাতে শরীরে হাওয়া ঢুকবে, শরীর ঠাণ্ডা থাকবে। এই দিক থেকে দেখলে সুতি বা লিনেন টি-শার্টের গরমে কোনও বিকল্প নেই!

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
সামনেই তুখোড় গরম, কেমন টি-শার্ট বাছবেন 'কুল' থাকতে ? পড়ুন--
Open in App
হোম
খবর
ফটো
লোকাল