আরও পড়ুন- মুখের মেদ এবং ডাবল চিনে বয়স্ক দেখাচ্ছে? স্লিম মুখের সৌন্দর্য ফিরে পেতে রইল টিপস
পুজোতে কোন দিন কে কোনটা পরবেন, তা ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন অনেকে৷ অনেকের আবার শপিং পুরোপুরি হয়েও ওঠেনি৷ এই পোশাকের বিষয়ে সব সময় একটা কথাই কানে আসে যে, মেয়েদের তো প্রচুর অপশন! এক দিন শাড়ি, তো এক দিন শর্ট ড্রেস, আবার এক দিন গাউন- অর্থাৎ পুজোর সব দিনে মেয়েরা নানা ধরনের পোশাক বাছতে পারে৷ কিন্তু ছেলেদের ওই একঘেয়ে শার্ট আর প্যান্ট! একটা নতুন কিছু পরে নিলেই হল! আসলে সে ভাবে তো কোনও অপশনই নেই ছেলেদের জন্য! কে বলছে, ছেলেদের পোশাকের অপশন নেই? আসুন, আমরাই মুশকিল আসান করে দিই৷ এখানে রইল ছেলেদের পুজোর ফ্যাশন গাইড৷
advertisement
ষষ্ঠীতে কুল-ক্যাজুয়াল:
ষষ্ঠী থেকেই পুজো শুরু হয়ে যায়৷ আর কলকাতার অফিসগুলিতে মোটামুটি ষষ্ঠীর পরেই ছুটি পড়ে যায়৷ তাই উৎসবের একেবারে প্রথম দিনে বেছে নেওয়া যেতে পারে কুল আর ক্যাজুয়াল পোশাক৷ সাদা সব সময়ই সুন্দর৷ আর সব জায়গায় এই রঙ পরে যাওয়া যেতে পারে৷ তাই ষষ্ঠীতে সাদা অথবা যে কোনও হালকা রঙের ক্যাজুয়াল শার্ট দারুণ মানাবে৷ আর শার্টের উপর যদি হালকা সুতোর কাজ থাকে, তা হলে তো একেবারে জমে যাবে৷ এর সঙ্গে অবশ্যই একটু গাঢ় রঙের প্যান্ট বা ট্রাউজার বাছতে হবে৷ সঙ্গে পরে নেওয়া যায় সাদা স্নিকার্স৷ ব্যস, ষষ্ঠী লুক রেডি!
সপ্তমীতে ক্যাজুয়াল-রেট্রো:
সপ্তমী থেকে অফিস ছুটি৷ তাই মূলত রাতেই বন্ধুদের সঙ্গে পার্টি, প্যান্ডেল হপিং এই দিন থেকেই শুরু হয়ে যাবে৷ ফলে সপ্তমীতে একটু গাঢ় রঙের ফ্লোরাল প্রিন্টের অথবা সুতোর কাজ করা শার্ট বেছে নেওয়া যেতেই পারে৷ আর তার সঙ্গে কালো, বাদামি অথবা ধূসর রঙের প্যান্ট ম্যাচ করিয়ে পরে নেওয়া যায়৷ এতে একটা রেট্রো এবং স্মার্ট লুক আসবে৷ আর আমাদের টিপস, এই পোশাকের সঙ্গে একটা টুপি পরে নিলে তো কথাই নেই!
অষ্টমীতে বাঙালি সাজে:
অষ্টমী মানেই অঞ্জলি৷ আর অষ্টমী মানেই পাঞ্জাবি-পাজামা অথবা ধুতি-পাঞ্জাবি৷ ফলে এই দিনের সাজ হবে এক্কেবারে বাঙালি ঐতিহ্য মেনেই৷ তবে যাঁরা ধুতিতে স্বচ্ছন্দ নন, তাঁদের জন্যও রয়েছে উপায়৷ সে ক্ষেত্রে বেছে নেওয়া যেতে পারে- স্কিন টাইট পাজামা এবং স্লিম ফিট কুর্তা৷ আর কুর্তার উপর একটা নেহরু কোট পরে নিলে তো আর কথাই নেই! কখনও এই কম্বো ট্রাই না-করে থাকলে এ বার অবশ্যই ট্রাই করে দেখা যেতে পারে৷
নবমীতে স্টাইলিশ জিন্স-টি:
অষ্টমীতে তো ট্র্যাডিশনাল হলই! তাই নবমীতে একটু অন্য রকম৷ নবমীর জন্য বেছে নেওয়া যেতে পারে জিন্স আর তার সঙ্গে কুল টি-শার্ট৷ ছিমছাম স্মার্ট এই লুকে সব্বার নজর কাড়া যাবে৷ তবে ড্রেসের সঙ্গে মানানসই কুল ফুটওয়্যার এবং একটা সানগ্লাস পরে নিতে ভুললে চলবে না!
দশমীতে সাবেক সাজে:
দশমী মানেই মায়ের বিদায়ের পালা৷ তাই মনটা খারাপ হয়ে যায়৷ তবে বিসর্জন আর সিঁদুরখেলার মাধ্যমে উৎসবের শেষ আনন্দটুকু শুষে নেওয়া হয়, যাতে সেই আনন্দের রেশ মনে নিয়েই আবার এক বছরের অপেক্ষার প্রহর গোনা যায়৷ তাই এই দিনের জন্য হালকা কাজের পাঞ্জাবি এবং তার সঙ্গে ধুতি বেছে নেওয়া যেতে পারে; ধুতি নিয়ে অস্বস্তি থাকলে পাজামা তো আছেই৷