TRENDING:

ফ্যাশনে সেদিনও ছিল, আজও আছে...রবি ঠাকুরের সৃষ্ট চারটে ‘ক্লাসিক লুক’

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সপ্তমী-অষ্টমী-নবমী । কবে কোন পোশাক । সকালে কোনটা আবার বিকেলে কোনটা ? পুজো শপিং থেকেই শুরু হয়ে যায় সেই চিন্তাভাবনা । কীভাবে অনন্য হয়ে ওঠা যায় সকলের মাঝে । এই নিয়েই শপিং মলের ট্রায়াল রুমে দাঁড়িয়ে চলে চুলচেরা বিশ্লেষণ ।
advertisement

তবে, সময় যতই এগোক । আধুনিকতার মোড়কে যতই সবাই নিজেকে মুড়ে ফেলুক । তবু, ক্লাসিক লুকে সেজে উঠতেই আজও পছন্দ করে বাঙালি ৷

বাঙালি নারীর চিন্তাচেতনায় অবিচ্ছেদ্য অংশ হিসেবে রয়েছে রবীন্দ্রনাথের গল্পের নায়িকারা । রবি ঠাকুরের নায়িকাদের সাজপোশাকের আধুনিকতায় কবিগুরুর রুচিবোধের প্রতিফলন ঘটেছে । তার সময়কার সেই ফ্যাশন স্টাইল একালের নারীদের কাছেও বেশ জনপ্রিয় । ঠাকুরবাড়ির সাজসজ্জা কিংবা কবিগুরু বিভিন্ন গল্পের নায়িকাদের সাজের সঙ্গে চলতি বছরের পুজো ট্রেন্ডের মেলবন্ধন ঘটিয়ে ফ্যাশনের জগতে তৈরি হতে পারে এক নয়া দিক ।

advertisement

রবীন্দ্রনাথের ফ্যাশন সচেতনতা ফুটে এসেছে তাঁর উপন্যাস আর ছোটগল্পের পরতে পরতে । ধরা যাক, 'চোখের বালি' আশালতা দেবী । সিল্কের কাপড়ের কুঁচি দেওয়া থ্রি কোয়ার্টার ব্লাউজ, মসলিন শাড়ি, গলায় লম্বা হার, হাতভর্তি সোনার চুড়ি, নাকে বড় নথ, উঁচু চূড়ো খোঁপা । অষ্টমীর দুপুরের সাজের জন্য একেবারে আদর্শ ।

'চোখের বালি' ছবিতে আশালতা দেবীর চরিত্রে রাইমা সেন

advertisement

পুজো ট্রেন্ডের কথা বললে বিমলা দেবীর কথা অবশ্যই বলতে হয় । ‘ঘরে বাইরে’-র মূল চরিত্রটি ছিল বিমলা । চরিত্রের পাশাপাশি যদি পোশাকি দিকটাই আলাদা করে আলোকপাত করি, তা হলে এককথায় বলা যায় তা অতুলনীয় । সত্যজিতের ছবিতে বিমলার জ্যাকেট ও শাড়ি পরার দৃশ্যটা যেন সকলেরই চোখে লেগে রয়েছে এখনও । সেকালের পোশাকের সামান্য অদলবদল করে ঢাকাই শাড়ি এবং কনট্রাস্টে খাদি ব্লাউজ ও পুরনো নকশার মুক্তোর গয়না একাল-সেকালের সেতুবন্ধন তো করবেই । উল্টে আপনাকে এক অসাধারণ লুক দেবে ।

advertisement

‘ঘরে বাইরে’ ছবিতে বিমলা দেবীর চরিত্রে স্বাতীলেখা সেনগুপ্ত

নৌকাডুবি ৷ রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে দুই নারীকে দু’রকমভাবে সুসজ্জিত করেছিলেন ঋতুপর্ণ ঘোষ ৷ কমলার ডুরে শাড়ির আধুনিক প্রতিফলন লম্বা ডুরেতে ৷ ব্লাউজেও রয়েছে আড়ে ডুরে ৷

advertisement

নৌকাডুবি ছবিতে রিয়া সেন ৷

নষ্টনীড় ৷ চারুলতায় মহিলার নি:সঙ্গতা ছবির প্রতিপাদ্য বিষয় ৷ সত্যজিত রায়ের ছবিতে চারুলতা পড়েছেন নকশাপেড়ে শাড়ি ৷ সেই সঙ্গে থ্রি কোয়ার্টার স্লিভ ব্লাউজ ৷ ম্যাচিং গয়না এবং টিপ সাজে আনবে আরও আধুনিকতা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
বাংলার ছেলে প্রাণ দিলেন দেশের জন্য! ঘরে ফিরলেন জওয়ান
আরও দেখুন

চারুলতা ছবিতে মাধবী মুখার্জী

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ফ্যাশনে সেদিনও ছিল, আজও আছে...রবি ঠাকুরের সৃষ্ট চারটে ‘ক্লাসিক লুক’