TRENDING:

প্রসাধনী লাগবেই না! এই সহজ ব্যায়ামেই আপনার চিরতরুণ মুখের ত্বক থেকে বয়স থাকবে শত হস্ত দূরে

Last Updated:

Facial muscle exercise : তারুণ্য ধরে রাখতে সম্প্রতি জনপ্রিয় হয়েছে মুখাবয়বের ব্যায়াম বা ফেশিয়াল মাসল এক্সারসাইজ ৷ এতে ত্বকের উজ্জ্বলতা বাড়ে৷ দূর হয় ত্বকের নানা সমস্যা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
যৌবন ও সৌন্দর্য ধরে রাখার জন্য আমাদের চেষ্টার অন্ত নেই৷ অস্ত্রোপচার থেকে প্রসাধনী-হরেক উপায় হাজির আমাদের কাছে৷ তবে মুখের ত্বকে তারুণ্য ধরে রাখতে সম্প্রতি জনপ্রিয় হয়েছে মুখাবয়বের ব্যায়াম বা ফেশিয়াল মাসল এক্সারসাইজ ৷ এতে ত্বকের উজ্জ্বলতা বাড়ে৷ দূর হয় ত্বকের নানা সমস্যা৷
তারুণ্য ধরে রাখতে সম্প্রতি জনপ্রিয় হয়েছে মুখাবয়বের ব্যায়াম বা ফেশিয়াল মাসল এক্সারসাইজ
তারুণ্য ধরে রাখতে সম্প্রতি জনপ্রিয় হয়েছে মুখাবয়বের ব্যায়াম বা ফেশিয়াল মাসল এক্সারসাইজ
advertisement

মুখের মাংসপেশির ব্যায়াম কেন করবেন

প্রতিদিন মাত্র ১০ মিনিট সময় বরাদ্দ রাখুন৷ তফাৎ নিজেই অনুভব করুন ৷ ঝুলে পড়া ত্বক, কুঞ্চিত চোখের পাতা-সহ নানা ত্বকে জরা ও বার্ধক্যের নানা সমস্যা দূর হয় এই ব্যায়ামে৷ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মুখের ত্বক তার পেলবতা হারায় ৷ ফেসলিফ্ট এক্সারসাইজ সেই সমস্যা দূর করে৷ ত্বকের বাঁধন পোক্ত হয় ৷ রক্ত সঞ্চালন উন্নত হয় ৷ বিশেষজ্ঞদের মত, ত্বকে বার বার হাত দিলে ব্রণ ও অ্যাকনের সমস্যা বৃদ্ধি পায়৷ তাই চেষ্টা করুন ত্বক স্পর্শ না করে মুখের এই ব্যায়ামগুলি করতে ৷

advertisement

ফোলা চোখের সমস্যা কমাতে

দুই হাতের মধ্যমা রাখুন কপালের মাঝে৷ এ বার দুই আঙল দিয়ে ‘ভি’-এর মতো আকার তৈরি করুন৷ এ বার উপরের দিকে তাকান৷ এই ভঙ্গি রিপিট করুন ৬ বার ৷ এ বার প্রতি হাতের তর্জনী রাখুন চোখের নীচে, চিকবোন বা হনুর হাড়ের উপরে ৷ দুটি ঠোঁট ঢুকিয়ে নিন ভিতরে ৷ স্বাভাবিক অবস্থায় ফেরার আগে উপরের দিকে তাকিয়ে উপরের চোখের পাতা কয়েক বার ফেলে চোখ খোলা বন্ধ করুন ৫ থেকে ৬ বার ৷

advertisement

বলিরেখা রোধ

চোখের পাতার উপর হাত রাখুন৷ এ বার ঘাড় থেকে মাথা পিছন দিকে হেলিয়ে দিন যতটা পারেন৷ আবার সামনের দিকে আনুন মাথা৷ হাতের আঙুলগুলিকে চিরুনির মতো ব্যবহার করে কপালে আলতো চাপ দিতে পারেন৷ ফলে দুই ভ্রুয়ের কাছে বলিরেখা রোধ হয়ে যাবে ৷ আঙুলগুলিকে বিস্তৃত করে কপালের উপর দিয়ে আলতো করে চালিয়ে নিন৷ এতে রক্ত সঞ্চালন ও অক্সিজেন চলাচল বাড়ে৷ সূক্ষ্ম দাগের সমস্যা কমে৷

advertisement

আরও পড়ুন : গরমমশলার কৌটোয় দারচিনি আছে তো! সব সমস্যা দূর করে চুল ভাল রাখতেও এই মশলা অতুলনীয়

লিপ টোনিং

বয়সের সঙ্গে সঙ্গে অনেকেরই ঠোঁটের দু’পাশে বলিরেখা পড়ে যায়৷ এই সমস্যা দূর করতে ঠোঁট কুঞ্চন করে ইংরেজি ‘ও’ শব্দ বলুন৷ তার পর আবার ঠোঁট বিস্তৃত করে হাসুন৷ তবে কোনও বারই আপনার দাঁত দেখা যাবে না৷ অন্তত বার সাতেক এই ব্যায়াম করতে হবে ৷

advertisement

মুখের ত্বক টানটান রাখতে

আপনার দু’ হাতের মধ্যমা রাখুন চিকবোনের উপরে৷ তার পর চওড়া হাসি হাসুন ৷ হাসার সময় হাতের আঙুল দিয়ে চাপ দিন চিকবোনের উপরে৷ এতে মাংসপেশি শক্ত ও টানটান থাকবে ৷

ডাবল চিন ও ঘাড়ের মেদ এড়াতে

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডাবল চিন ও ঘাড়ে অতিরিক্ত মেদের সমস্যা দেখা দেয়৷ এর জন্য আপনার আঙুলের ডগা রাখুন ঘাড়ের নীচের দিকে৷ চামড়া টানটান করে ধরে রাখুন ৷ তার পর ধীরে ধীরে মাথা পিছনে হেলিয়ে দিন ৷ এতে ঘাড়ের আকার ঠিক থাকবে ৷ এটা দুবার রিপিট করুন ৷

আরও পড়ুন :  রেশমি জমিনে চুমকির বুনোটে বোনা লেহঙ্গা পরনে রাজস্থানি কেল্লায়, সচিনকন্যা সারা যেন রূপকথার রাজকুমারি

ডাবল চিন সংক্রান্ত সমস্যা এড়াতে মাথা উঁচু করে ছাদের দিকে তাকান৷ তার পর ঠোঁট কুঞ্চন করে ইংরেজিতে ‘ও’ (O) অক্ষরটি উচ্চারণ করন ৷ তারপর ঠোঁট সমান্তরালে এনে চেপে ধরে রাখুন ৷ আবার ‘ও’ (O) উচ্চারণ করুন ৷ এই পদ্ধতি রিপিট করুন বার কয়েক ৷ এতে আপনার চিবুক বা থুতনি লাগোয়া ত্বক টানটান থাকবে৷

মনে রাখুন

এই ব্যায়ামগুলি শুরুর আগে মুখে, ঘাড়ে ও গলায় হাল্কা ময়শ্চারাইজার মালিশ করে নিন৷

এক্সারসাইজ শেষ হলে এক গ্লাস জল পান করুন ৷ এতে ত্বক হাইড্রেটেড থাকবে ৷ কোলাজেন উৎপাদন বাড়বে ৷

অতিরিক্ত ফেসিয়াল এক্সারসাইজ করবেন না৷ তাতে হিতে বিপরীত হবে বলে মত বিশেষজ্ঞদের

ব্যালান্সড ডায়েট না থাকলে সব এক্সারসাইজই বৃথা

দিনে ১২ গ্লাস জল পান করলে ত্বক থেকে বয়সের ছাপ দূরেই থাকে

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

স্বাস্থ্যকর খাওয়া-দাওয়া, পর্যাপ্ত জলপান ও ঘুমের রুটিনও বজায় রাখুন ফেসিয়াল এক্সারসাইজের সঙ্গে৷

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
প্রসাধনী লাগবেই না! এই সহজ ব্যায়ামেই আপনার চিরতরুণ মুখের ত্বক থেকে বয়স থাকবে শত হস্ত দূরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল