TRENDING:

Facial Hair Removal: সুন্দর মুখে অবাঞ্ছিত রোম! তুলে ফেলার উপায় আছে রান্নাঘরেই

Last Updated:

বাড়িতেই সহজ উপায় বিদায় জানাতে পারেন মুখের অবাঞ্ছিত রোমকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আপনার সৌন্দর্যেও কি বাধ আসছে মুখের অবাঞ্ছিত ছোট ছোট রোম? মুখে কিংবা ত্বকে চুল রাখা বা না রাখা যে কোনও ব‍্যক্তির একেবারে ব‍্যক্তিগত সিদ্ধান্ত। তবে অনেকের কাছেই মুখের রোম অবাঞ্ছিত। তুলে ফেলতে গিয়ে শুধুমাত্র পার্লারে যাওয়া বা ওয়াক্সিংয়ের কথা ভাবছেন? কেমিক‍্যালের খরচাতে না গিয়ে বাড়িতেই সহজ উপায় বিদায় জানাতে পারেন মুখের অবাঞ্ছিত রোমকে।
সুন্দর মুখে অবাঞ্ছিত রোম! তুলে ফেলার উপায় আছে রান্নাঘরেই
সুন্দর মুখে অবাঞ্ছিত রোম! তুলে ফেলার উপায় আছে রান্নাঘরেই
advertisement

ফেসিয়াল হেয়ার তুলে ফেলার প্রাকৃতিক উপায়

ডিম এবং কর্ন স্টার্চ

একটি কাপে এক চামচ কর্ন স্টার্চ নিয়ে তাতে এক চামচ ডিমের সাদা অংশ যোগ করুন। এবার ভালো করে ফেটিয়ে নিন। প্রথমে মুখ ভাল করে ধুয়ে নিন। এবার এই মিশ্রন ব্রাশের সাহায‍্যে পুরো মুখে ভালভাবে লাগিয়ে নিন। মিনিট ১৫ মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে উল্টো দিকে ঘষে মিশ্রণ তুলে ফেলুন। প্রাকৃতিক উপায়ে বিদায় নেবে মুখের অবাঞ্ছিত রোম।

advertisement

আরও পড়ুন:  ঠান্ডা লাগা কমবে, মেদও ঝরবে, ডায়াবেটিস‌ও থাকবে বশে এই এক মশলায়!

চিনি এবং মধু

একটি বাটিতে এক চামচ মধু নিয়ে তাতে এক চামচ চিনি এবং এক থেকে দু ফোঁটা জল মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ ভাল করে ফেটিয়ে নিন। একটি পাত্রে সামান‍্য জল নিয়ে গ‍্যাসে বসান। জল গরম হয়ে এলে আগে থেকে মেশানো চিনি এবং মধুর মিশ্রনের বাটিটি রেখে দিন। আস্তে আস্তে চিনি গলে যাবে। এবার এটি মুখে লাগিয়ে একটি সুতি বা মসলিনের কাপড় এই মিশ্রনের ওপর লাগিয়ে টেনে দিন। খানিকটা ওয়াক্সিংয়ের কায়দায় ঘরোয়া জিনিসপত্রেই দূর হবে মুখের চুল।

advertisement

বেসন এবং গোলাপ জল

একটি পাত্রে এক চামচ বেসন নিয়ে তাতে সামান্য চালের গুঁড়ো মেশান। এবার এতে গোলাপজল দিয়ে ২ ফোঁটা সরষের তেল দিন। এই মিশ্রণ ভাল করে ফেটিয়ে পরিষ্কার মুখে লাগান। অর্ধেক শুকিয়ে গেলে মুখে ঘষে ফেস ‍প‍্যাকটি তুলে ফেলুন।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Facial Hair Removal: সুন্দর মুখে অবাঞ্ছিত রোম! তুলে ফেলার উপায় আছে রান্নাঘরেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল