TRENDING:

Face Bleach Precautions: এই নিয়মগুলো মেনে মুখে ব্লিচ করছেন তো? নইলে কিন্তু সর্বনাশ

Last Updated:

সঠিকভাবে ব্লিচ না করলে ক্ষতি হতে পারে। তাই ব্লিচ করার আগে কয়েকটি কথা জেনে রাখা প্রয়োজন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ব্লিচ করলে মুখে এক বিশেষ ধরনের জেল্লা আসে। এতে মুখের মধ্যে যে লোম থাকে সেটা ঢাকা পড়ে যায়। ব্লিচিংয়ের পদ্ধতিও খুব সহজ। কিন্তু এটা মনে রাখতে হবে যে ব্লিচে বিশেষ রকমের রাসায়নিক থাকে। তাই সঠিকভাবে ব্লিচ না করলে ক্ষতি হতে পারে।
advertisement

এখন ত্বক ফর্সা করার জন্যও ব্লিচ পাওয়া যায়। স্কিন টোনের সমতা নিয়ে আসার জন্যও ব্লিচ পাওয়া যায়। নামি-দামি কোম্পানিরা দাবি করে যে তাদের ব্লিচ অরগ্যানিক। কিন্তু ব্লিচে রাসায়নিক মেশানো থাকেই।

তাই ব্লিচ করার আগে কয়েকটি কথা জেনে রাখা প্রয়োজন।

মাত্র দশ মিনিটের জন্য রাখতে হবে

ব্লিচ মাত্র দশ মিনিট মুখে রাখলেই যথেষ্ট। অনেকক্ষণ রাখলেই অনেক বেশি কাজে দেবে এই ধারণা ভুল। ব্লিচে আছে ক্লোরিন। তাই বেশিক্ষণ ব্লিচ মুখে থাকলে ত্বক পুড়ে যেতে পারে বা ত্বকে অ্যালার্জি হতে পারে।

advertisement

রাত্রে ব্লিচ করলে ভাল

ব্লিচ করার উপযুক্ত সময় হল রাত্রে শুতে যাওয়ার আগের সময়। রাত্রে শুতে যাওয়ার দশ মিনিট আগে ব্লিচ করে তারপর মুখে ময়েশ্চারাইজার বা নাইট ক্রিম লাগিয়ে নিতে হবে। তবে সারারাত মুখে ব্লিচ রাখা যাবে না, এতে ত্বক পুড়ে যাবে। ত্বকের ক্ষতি সারিয়ে তোলার জন্য রাত্রে ত্বককে সময় দিতে হবে।

advertisement

মুখ পরিষ্কার করে নিতে হবে

ত্বক যদি অপরিষ্কার থাকে তাহলে ব্লিচ করে কোনও লাভ নেই। ত্বকের ছিদ্র ধুলো-ময়লা দিয়ে বন্ধ থাকলে ব্লিচ সেখানে প্রবেশ করতে পারবে না। উল্টে অপরিষ্কার মুখে ব্লিচ লাগালে ব্রন দেখা দিতে পারে।

ব্লিচ করেই বাইরে বেরনো যাবে না

ব্লিচ করার পরে অন্তত ৪৮ ঘণ্টা বাইরে না যাওয়াই ভাল। এতে ত্বক অনেক বেশি অনুভূতিপ্রবণ হয়ে পড়তে পারে। সূর্যের আলোয় চুলকানি বা র‍্যাশও হতে পারে।

advertisement

সংবেদনশীল অংশে লাগানো যাবে না

সেরা ভিডিও

আরও দেখুন
১,২ নয়, গুণে গুণে ২২! এতগুলি বিড়ালের সঙ্গেই সংসার, রোজ কত খরচ হয় জানেন?
আরও দেখুন

চোখ ও ঠোঁটের চারপাশে ব্লিচ না লাগানোই ভাল। মুখ ও গলায় বা ঘাড়ে ব্লিচ লাগানো যেতে পারে। এক মাসে দুবারের বেশি ব্লিচ না করাই ভাল।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Face Bleach Precautions: এই নিয়মগুলো মেনে মুখে ব্লিচ করছেন তো? নইলে কিন্তু সর্বনাশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল