চক্ষু বিশেষজ্ঞ ডা. নন্দ মিশ্র জানান, ফ্যাশনের যুগে মানুষ চশমা সংগ্রহ করতে কিংবা কিছু টাকা বাঁচাতে অনেক সময় সস্তায় রঙিন রোদচশমা কিনে থাকে। খুব কম দামে এই চশমা পাওয়া যায়। কিন্তু এসব সস্তার রঙিন চশমার কারণে চোখের ব্যাপক ক্ষতি হতে পারে। আর সেই কারণে চোখের চারপাশে কালো দাগ, চোখ দিয়ে জল পড়া, চোখ লাল হওয়া, চোখের ভিতরে কিংবা বাইরে চুলকানির মতো সমস্যা হতে পারে।
advertisement
মাথাব্যথা ও মাথা ঘোরা:
ডা. নন্দর বক্তব্য, নিম্নমানের সস্তার সানগ্লাস পরার তুলনায় সানগ্লাস একেবারে না পরাই ভাল। কারণ এই সস্তা সানগ্লাসের কারণে মাথাব্যথা, মাথা ঘোরার মতো সমস্যাও তৈরি হতে পারে।
ফ্যাশনের পাশাপাশি নিরাপত্তাও গুরুত্বপূর্ণ:
অতিবেগুনি রশ্মির বিকিরণ শীতের মরশুমের তুলনায় গ্রীষ্মের মরশুমে তিন গুণ বেশি হয়। এমন পরিস্থিতিতে গরমের সময় সানগ্লাস ব্যবহার করা জরুরি হয়ে পড়ে। কিন্তু অনেক সময় তরুণ-তরুণীরা ফ্যাশন এবং স্টাইলের নামে নকল ব্র্যান্ডের বা সস্তার রোদচশমা ব্যবহার করে থাকেন। যা চোখের জন্য মোটেও ভাল নয়। তাই সব সময় ব্র্যান্ডেড এবং ভাল গুণমানসম্পন্ন সানগ্লাস ব্যবহার করা উচিত। যা অতিবেগুনি রশ্মি প্রতিফলিত করে আমাদের চোখকে সম্পূর্ণ ভাবে সুরক্ষিত রাখে।
টিয়ার সেল এবং মেমব্রেনের ক্ষতি:
ডা. নন্দর কথায়, কড়া সূর্যালোকের কারণে আমাদের দৃষ্টিশক্তির উপর বিরূপ প্রভাব তো পড়েই, সেই সঙ্গে ধুলোবালিও রেটিনার ক্ষতি করে। সেই কারণে সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে চোখের উপর যে টিয়ার সেল বা টিয়ার লেয়ার তৈরি হয়, তা ভেঙে যেতে থাকে বা ক্ষতিগ্রস্ত হতে থাকে। এমনকী চোখের কর্নিয়াও অতিবেগুনি রশ্মির কারণে সমান ভাবে ক্ষতিগ্রস্ত হয়।