TRENDING:

EyeCare Tips: ফুটপাথ থেকে সস্তার সানগ্লাস কেনেন? সাবধান! হতে পারে মারাত্মক বিপদ; দাবি বিশেষজ্ঞের

Last Updated:

চিকিৎসকের মতে, নিম্নমানের সস্তার সানগ্লাস পরার তুলনায় সানগ্লাস একেবারে না পরাই ভাল। কারণ সস্তার সানগ্লাসের কারণে মাথাব্যথা, মাথা ঘোরার মত সমস্যা তৈরি হতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গ্রীষ্মের মরশুম তো শুরু হয়েই গেল। এমন পরিস্থিতিতে প্রখর রোদ এবং লু-এর হাত থেকে চোখ দুটোকে সুরক্ষিত রাখতে ইতিমধ্যেই রোদচশমা কিনতে শুরু করেছে মানুষ। অনেকেই হালফ্যাশনের কেতাদুরস্ত রঙিন চশমা ব্যবহার করে থাকেন। কিন্তু অনেকেই রাস্তার ধারের দোকান কিংবা স্থানীয় দোকানে যেসব রোদচশমা পাওয়া যায়, সেগুলি আমাদের চোখকে সুরক্ষিত রাখার পরিবর্তে বরং বিপদ ডেকে আনে। এমনকী চিকিৎসকরাও এই বিষয়ে সতর্ক থাকার কথা বলেন। তাঁদের পরামর্শ, সস্তা এবং নিম্নমানের চশমা পরলে বর্ণান্ধতার ঝুঁকি তৈরি হতে পারে।
advertisement

চক্ষু বিশেষজ্ঞ ডা. নন্দ মিশ্র জানান, ফ্যাশনের যুগে মানুষ চশমা সংগ্রহ করতে কিংবা কিছু টাকা বাঁচাতে অনেক সময় সস্তায় রঙিন রোদচশমা কিনে থাকে। খুব কম দামে এই চশমা পাওয়া যায়। কিন্তু এসব সস্তার রঙিন চশমার কারণে চোখের ব্যাপক ক্ষতি হতে পারে। আর সেই কারণে চোখের চারপাশে কালো দাগ, চোখ দিয়ে জল পড়া, চোখ লাল হওয়া, চোখের ভিতরে কিংবা বাইরে চুলকানির মতো সমস্যা হতে পারে।

advertisement

মাথাব্যথা ও মাথা ঘোরা:

ডা. নন্দর বক্তব্য, নিম্নমানের সস্তার সানগ্লাস পরার তুলনায় সানগ্লাস একেবারে না পরাই ভাল। কারণ এই সস্তা সানগ্লাসের কারণে মাথাব্যথা, মাথা ঘোরার মতো সমস্যাও তৈরি হতে পারে।

ফ্যাশনের পাশাপাশি নিরাপত্তাও গুরুত্বপূর্ণ:

অতিবেগুনি রশ্মির বিকিরণ শীতের মরশুমের তুলনায় গ্রীষ্মের মরশুমে তিন গুণ বেশি হয়। এমন পরিস্থিতিতে গরমের সময় সানগ্লাস ব্যবহার করা জরুরি হয়ে পড়ে। কিন্তু অনেক সময় তরুণ-তরুণীরা ফ্যাশন এবং স্টাইলের নামে নকল ব্র্যান্ডের বা সস্তার রোদচশমা ব্যবহার করে থাকেন। যা চোখের জন্য মোটেও ভাল নয়। তাই সব সময় ব্র্যান্ডেড এবং ভাল গুণমানসম্পন্ন সানগ্লাস ব্যবহার করা উচিত। যা অতিবেগুনি রশ্মি প্রতিফলিত করে আমাদের চোখকে সম্পূর্ণ ভাবে সুরক্ষিত রাখে।

advertisement

টিয়ার সেল এবং মেমব্রেনের ক্ষতি:

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ডা. নন্দর কথায়, কড়া সূর্যালোকের কারণে আমাদের দৃষ্টিশক্তির উপর বিরূপ প্রভাব তো পড়েই, সেই সঙ্গে ধুলোবালিও রেটিনার ক্ষতি করে। সেই কারণে সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে চোখের উপর যে টিয়ার সেল বা টিয়ার লেয়ার তৈরি হয়, তা ভেঙে যেতে থাকে বা ক্ষতিগ্রস্ত হতে থাকে। এমনকী চোখের কর্নিয়াও অতিবেগুনি রশ্মির কারণে সমান ভাবে ক্ষতিগ্রস্ত হয়।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
EyeCare Tips: ফুটপাথ থেকে সস্তার সানগ্লাস কেনেন? সাবধান! হতে পারে মারাত্মক বিপদ; দাবি বিশেষজ্ঞের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল