TRENDING:

Eye Care Tips: চশমার পাওয়ার কমবে হুড়মুড়িয়ে, এই পাতার রসেই কামাল মানছেন খোদ চিকিৎসকরাও

Last Updated:

Eye Care Tips: এই পাতার রস খেলে কয়েকদিনের মধ্যেই চোখের সমস্যা দূর হবে, আছে হাতের কাছেই, চিকিৎসকের পরামর্শ মেনে দেখতে পারেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বর্তমানে বড় থেকে ছোট সকলেই প্রায় চোখের সমস্যায় ভুগছেন। বিশেষ করে ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত ব্যবহারের কারণে আমাদের চোখে সমস্যা দেখা দিচ্ছে। যে কোনও ডিভাইসের স্ক্রিন থেকে নিঃসৃত নীল রঙের আলো চোখের জন্য খুবই ক্ষতিকর। এছাড়া ডায়াবেটিসও চোখের ওপর বিরূপ প্রভাব ফেলে। দীর্ঘকাল ডায়াবেটিসে ভুগলে এর ফলস্বরূপ, দৃষ্টিশক্তি হ্রাস পেতে শুরু করে, অবশেষে সারা জীবনের জন্য চশমার আশ্রয় নিতে হয়।
চোখ ভাল রাখতে এই পাতার রস - Photo- Representative
চোখ ভাল রাখতে এই পাতার রস - Photo- Representative
advertisement

অনেকক্ষেত্রে দীর্ঘসময় ধরে সূক্ষ্ম কোনও কাজ করলে বা কাজ করার অভ্যস থাকলেও চোখের ওপর চাপ পড়ায় ধীরে ধীরে দৃষ্টিশক্তি হ্রাস পেতে থাকে। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে আয়ুর্বেদে এই সমস্যার সঠিক নিরাময় রয়েছে। আজ আমরা এমন কিছু আয়ুর্বেদিক ভেষজ সম্পর্কে আলোচনা করব যা আমাদের চোখের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই ওষুধগুলি ব্যবহার করে, কয়েক দিনের মধ্যে দৃষ্টিশক্তি উন্নত করা সম্ভব। নিয়মিত এই প্রতিকার মেনে চললে ব্যবহারকারীরা চশমা থেকে মুক্তি পাবেন।

advertisement

আরও পড়ুন – Healthy Lifestyle: ‘তিল’-এর গুণ দিয়ে শরীরের সব রোগ পালাবে ম্যাজিকের মতো, চিকিৎসকের পরামর্শেই কামাল

ভৃঙ্গরাজ পাতার ব্যবহার

পতঞ্জলির আয়ুর্বেদিক বিশেষজ্ঞ চিকিৎসক ভুবনেশ পাণ্ডে আমাদের জানিয়েছেন যে, যাঁদের দৃষ্টিশক্তি কমজোর এবং যাঁরা চশমা পরেন তাঁরা ভৃঙ্গরাজ পাতা ব্যবহার করতে পারেন। ভৃঙ্গরাজের ফুল ব্যবহার করেও কয়েকদিনের মধ্যে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তাঁরা। এর জন্য ভৃঙ্গরাজের দুই থেকে তিনটি পাতার রস ছেঁকে নিয়ে সকাল-সন্ধ্যা চোখের নিচের অংশে লাগাতে হবে। এছাড়াও ভৃঙ্গরাজ পাতার রস ছেঁকে নিয়ে একটি বোতলে ভরে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় চোখের ড্রপ হিসেবে ব্যবহার করা যেতে পারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে এখানে যে বিষয়টি বুঝতে হবে তা হল ভৃঙ্গরাজ পাতার সঙ্গে হলুদ ফুল ব্যবহার করার সময় ব্যবহারকারীদের আরও সতর্কতা অবলম্বন করতে হবে। এটি থেকে নির্গত রস চোখে প্রবেশ করা উচিত নয়। এতে হালকা চোখের জ্বালা হতে পারে। ফুলের রস শুধুমাত্র চোখের বাইরের স্তরে লাগাতে হয়। প্রতিদিন সকাল-সন্ধ্যা এটি লাগালে এক মাসের মধ্যে দৃষ্টিশক্তি ফিরে আসবে এবং চশমার প্রয়োজন দূর হবে।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Eye Care Tips: চশমার পাওয়ার কমবে হুড়মুড়িয়ে, এই পাতার রসেই কামাল মানছেন খোদ চিকিৎসকরাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল