National Oceanic and Atmospheric Administration (NOAA)-এর দাবি অ্যালবিনো ডলফিন অত্যন্ত বিরল একটি প্রজাতি। জিনগত কিছু বৈশিষ্টের কারণে জন্মায়। তবে সঠিক ভাবে এই নিয়ে এখনও বিশেষ কিছু জানা যায়নি। এই ডলফিন-কে ঘিরে অনেক রহস্যই অধরা। কী ভাবে বা কেন এই ডলফিনের জন্ম হয়, এদের গায়ের রং কেন সাদা হয়, সেই সব নিয়ে এখনও গবে,ণা চলছে। সাধারণচ বলা হয় যে শরীরের মধ্যে মেলানিন পিগমেন্টের অভাবের কারণে সাদা বা হালকা ত্বক হয় এদের। বেশিরভাগ ক্ষেত্রে অ্যালবিনিজম জেনেটিক্যালি গঠন জিনের উত্তরাধিকার থেকেই আসে বলে গবেষকদের দাবি। NOAA-এর মতে সাদা ছাড়াও গোলাপি রঙের অ্যালবিনো ডলফিন জন্মানোর প্রমাণতাদের কাছে আছে। ১৯৬২ সাল থেকে এখনও পর্যন্ত মোট ১৪টি অ্যালবিনো ডলফিনের ছবি দেখতে পাওয়া গিয়েছে। এই প্রথম কোনও সাদা ডলফিন দেখা গেল এমনটা নয়। এর আগেও মেক্সিকো উপসাগর, নিউ অরলিন্স এবং টেক্সাসের মতো বিভিন্ন অঞ্চলে এমন বেশ কয়েকটি দৃশ্য সামনে এসেছে। ২০০৭ সালে লুইজিয়ানার ক্যালাসেসিউ লেকে এমন বিরল ঘটনা সামনে এসেছিল।