TRENDING:

বর্ষার হাজারো সমস্যা থেকে সাবধান! এখন বিশেষ যত্নের প্রয়োজন হবু মায়েদের... জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক

Last Updated:

এছাড়া এই সময় টানা বৃষ্টিতে জল জমে থাকার জেরে পা পিছলে পড়ে যাওয়ার আশঙ্কাও অনেকাংশে বেড়ে যেতে পারে। তাই হবু মায়েদের নন-স্লিপ, ওয়াটারপ্রুফ ফুটওয়্যার বা জুতো ব্যবহার করতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গোটা দেশ জুড়ে বর্ষা আর বৃষ্টির দাপট জারি রয়েছে। আর টানা প্রবল বর্ষণের জেরে জায়গায় জায়গায় জমে যাচ্ছে জল। তার সঙ্গে দোসর হয়েছে কাদা। ফলে রাস্তাঘাটের অবস্থা তথৈবচ। যানজটের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে। যার জেরে বেহাল হচ্ছে স্বাভাবিক জনজীবনও। এই পরিস্থিতিতে সকলেরই সাবধানে থাকা উচিত। বিশেষ করে হবু মায়েদের তো বটেই! কারণ বর্ষায় টানা বৃষ্টির জেরে নানা ধরনের সংক্রমণ, খাবারবাহিত নানা রোগ এমনকী জল-কাদায় পিছলে পড়ে যাওয়ার আশঙ্কাও বেড়ে যায়। সেই কারণে যাঁরা শীঘ্রই মা হতে চলেছেন, তাঁদের জন্য ব্যক্তিগত হাইজিন বা স্বাস্থ্যবিধি বজায় রাখা অত্যন্ত জরুরি হয়ে যায়। এমন মরশুমে অন্তঃসত্ত্বা মহিলা বা হবু মায়েদের বিশেষ যত্নের উপযোগিতার বিষয়ে আলোচনা করে নিচ্ছেন সল্টলেকের আইএলএস হসপিটালসের কনসালট্যান্ট ফিজিশিয়ান ডা. সর্বজিৎ রায়।
News18
News18
advertisement

তিনি জানাচ্ছেন যে, বর্ষার মরশুমে নানা রকম সমস্যা থেকে নিজেদের রক্ষা করার জন্য স্বাস্থ্যবিধি বজায় রাখা অত্যন্ত জরুরি হবু মায়েদের।

মাইল্ড সোপ ব্যবহার করে স্নান করা আবশ্যক।

দেহের ইন্টিমেট বা গোপন অংশগুলিও সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন এবং শুকনো রাখতে হবে।

বৃষ্টিতে ভিজে গেলে সঙ্গে সঙ্গে ভিজে জামাকাপড় ছেড়ে শুকনো জামাকাপড় পরে নিতে হবে। আসলে এতে ফাঙ্গাস বা ছত্রাকজনিক সংক্রমণ এবং ইউরিনারি ইনফেকশন প্রতিরোধ করা সম্ভব হবে।

advertisement

হাত সব সময় পরিষ্কার রাখা আবশ্যক। বিশেষ করে খাওয়াদাওয়া করার আগে এবং শৌচকর্ম করার পরে ভাল করে হাত ধুয়ে নিতে হবে।

আরও পড়ুন: বর্ষায় বৃষ্টির মধ্যে এই ফুলের ডাল লাগান, ২ দিনের মধ্যেই ধরবে শিকড়! সারা বছর রঙিন ফুলে ভরে থাকবে বাগান…

ডা. সর্বজিৎ রায় আরও জানান যে, হবু মায়েদের জন্য সঠিক পুষ্টি এবং হাইড্রেশন বজায় রাখাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় ঘরে তৈরি করা টাটকা খাবার, প্রোটিন সমৃদ্ধ খাবার, শাকসবজি এবং ফলমূল খাওয়া উচিত। তবে কাঁচা খাবার, রাস্তার খাবার কিংবা আগে থেকে কেটে রাখা ফল খাওয়া চলবে না। এতে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সংক্রমণের আশঙ্কা কয়েক গুণ বেড়ে যেতে পারে। বর্ষার মরশুমে শরীরকে হাইড্রেটেড রাখাটাও জরুরি। তাই সব সময় পরিষ্কার, ফোটানো অথবা ফিল্টার করা জল পান করা উচিত। সেই সঙ্গে পাতে রাখা যেতে পারে স্যুপ এবং ডাবের জলের মতো তরল খাবারও। এতে বর্ষার গোটা মরশুম জুড়েই সামগ্রিক ভাবে শরীর-স্বাস্থ্য ভাল থাকবে।

advertisement

আরও পড়ুনঃ উচ্চতা অনুযায়ী মহিলা ও পুরুষের ‘পারফেক্ট’ ওজন কত হওয়া উচিত? কত কেজি ওজন হলে আপনি ফিট? চার্ট মিলিয়ে দেখে নিন

সেরা ভিডিও

আরও দেখুন
একটা ফোন, বাড়িতে পৌঁছে যাবে খোদ বর্ধমানের বিখ্যাত সীতাভোগ! বড় উদ্যোগ মিষ্টি দোকানের
আরও দেখুন

এছাড়া এই সময় টানা বৃষ্টিতে জল জমে থাকার জেরে পা পিছলে পড়ে যাওয়ার আশঙ্কাও অনেকাংশে বেড়ে যেতে পারে। তাই হবু মায়েদের নন-স্লিপ, ওয়াটারপ্রুফ ফুটওয়্যার বা জুতো ব্যবহার করতে হবে। এতে পিচ্ছিল অংশে পড়ে যাওয়ার আশঙ্কা অনেকাংশে কমানো যেতে পারে। ওপেন স্যান্ডেল অথবা হিল ব্যবহার না করাই ভাল। সেই সঙ্গে মশাবাহিত রোগের হাত থেকে বাঁচার জন্য বর্ষার মরশুমে মসক্যুইটো রিপেলেন্টও ব্যবহার করা উচিত। এছাড়া বাড়ির চারপাশের পরিবেশ একদম সাফসুতরো রাখতে হবে। কোথাও জল জমছে কি না, সেদিকে লক্ষ্য রাখাটাও আবশ্যক। এভাবে স্বাস্থ্যবিধি, পুষ্টি এবং প্রতিরোধমূলক পদক্ষেপ বজায় রাখলে গর্ভবতী মহিলারা সুস্থ থাকতে পারবেন। সেই সঙ্গে তাঁদের এই মাতৃত্বের সফরটাও সুন্দর এবং উপভোগ্য হয়ে উঠবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বর্ষার হাজারো সমস্যা থেকে সাবধান! এখন বিশেষ যত্নের প্রয়োজন হবু মায়েদের... জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল