TRENDING:

সারাদিন স্মার্টফোন ঘাঁটেন? সাবধান, মাথায় গজাতে পারে শিং!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কুইন্সল্যান্ড: মাথায় মাথায় ঠোকা লাগলে শিং গজায়৷ বাঙালিরা এমনটা শুনেই বড় হয়েছে ছোট থেকেই৷ বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই ভয় কাটলেও এবার সত্যি সত্যিই মাথায় শিং গজানোর ভয় দেখাচ্ছেন গবেষকরা৷ ছোটদের নয়, বড়দেরই৷
advertisement

অস্ট্রেলীয় গবেষকদের মতে, মিলেনিয়ালদের(১৯৮৪ সালের পর জন্ম যাদের) মধ্যে বেড়েই চলেছে অতিরিক্ত স্মার্টফোনের ব্যবহার৷ আর ক্রমাগত স্মার্টফোন ব্যবহারের ফলে তাদের মাথায় শিং গজাতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা৷

বায়োমেকানিকের গবেষকরা জানাচ্ছেন, অতিরিক্ত ফোন ব্যবহারের ফলে মাথার খুলির পিছন দিকে শিঙের মতো গঠন তৈরি হচ্ছে৷ যার ফলে শরীরের ওজন মেরুদন্ডের বদলে গিয়ে পড়ছে মাথার পিছনে ঘাড়ের কাছে৷ মাথার এই অংশের টেন্ডন ও লিগামেন্টের মাঝে অতিরিক্ত বৃদ্ধি হচ্ছে হাড়ের৷ যা দেখে মনে হবে খুলি থেকে শিং গজিয়েছে৷

advertisement

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ইউনিভার্সিটি অফ সানশাইন কোস্টের গবেষকরা জানাচ্ছেন, এর ফলে শরীরের ভারসাম্য যেমন নষ্ট হচ্ছে, তেমনই মানসিক সমস্যারও শিকার হচ্ছেন অল্পবয়সীরা৷ এর আগে চিকিৎসকরা টেক্স নেক বা টেক্সটিং থাম্ব জাতীয় সমস্যার কথা বললেও অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের ফলেই যে এই সমস্যাগুলো হয় সেই বিষয়ে কোনও সরাসরি প্রমাণ দিতেপারেননি৷

এই প্রথম গবেষকরা এই সমস্যার সঙ্গে স্মার্টফোন ব্যবহারের সরাসরি যোগের কথা বললেন৷ কারপাল টানেল সিন্ড্রোম-এর ফলে শরীরে কঙ্কালের গঠনই বদলে যেতে পারে বলে জানাচ্ছেন তারা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

অস্ট্রেলীয় মিডিয়ায় এই সমস্যাকে হেড হর্নন, ফোন বোনস, স্পাইকস বা উইয়ার্ড বাম্পস নাম দেওয়া হয়েছে৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
সারাদিন স্মার্টফোন ঘাঁটেন? সাবধান, মাথায় গজাতে পারে শিং!