# রান্নার পর ভাজাভুজি রাখুন পেপার টাওয়েলের উপরে৷ এর ফলে বাড়তি তেল শুষে নেবে৷ শিঙাড়া, ফ্রায়েড চিকেনের মতো খাবার অবশ্যই রাখুন পেপার টাওয়েলে৷
# ডিপ ফ্রায়িং-এর পরিবর্তে খাবার বেক করুন৷ এতে তেল কম লাগে রান্না করতে গিয়ে৷ চটচটে বা জবজবে ভাবও আসে না৷
# ভাল মানের ননস্টিক বাসন ব্যবহার করুন রান্নার জন্য৷ এতে বাসনের সঙ্গে খাবার লেগে যায় না৷ বেশি তেলও দরকার পড়ে না৷
advertisement
# ডুবো তেলে ভাজার বদলে বেছে নিন গ্রিলিং ও ব্রয়লিং অপশন৷ এতে খাবারের স্বাস্থ্যগুণ বজায় থাকবে৷ খাবারের স্বাদও অটুট থাকে৷ স্বাদ বৃদ্ধির জন্য রান্নার আগে ভাল করে ম্যারিনেট করুন৷
# ভাজার আগে রান্নার উপকরণ ভাপিয়ে নিন৷ এর ফলে যখন ভাজবেন তখন তেল কম লাগবে৷ জলে সাঁতলে নিয়ে তার পর ভাজুন৷ অতিরিক্ত তেল দূর হবে খাবার থেকে৷
স্যুপ, স্টু, তরকারির মতো খাবার ফ্রিজে রাখুন রান্নার পর৷ অতিরিক্ত স্নেহজাতীয় অংশ দূর হবে অনেকটাই৷ এর পর যখন ফের গরম করে পরিবেশন করবেন তখন তেল জবজবে ভাব অনেকটাই প্রশমিত হবে৷