TRENDING:

শরীর-মন তরতাজা রাখতে একাই একশো এসেনসিয়াল অয়েল

Last Updated:

সমস্যার সহজ সমাধান দিচ্ছে এসেনসিয়াল ওয়েল৷ এই ওয়েল একদিকে যেমন রোগ সারাবে৷ আবার সাইড এফেক্টেরও কোনও ঝক্কি থাকবে না৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতাঃ লাইফস্টাইল পাল্টাচ্ছে৷ সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রোগ ৷ মাসের শেষে স্যালারি পকেটে পড়লেই তার বেশিরভাগটাই বেরিয়ে যায় ডাক্তারের ট্রিটমেন্টে ৷ কিন্তু সেই ওষুধে রোগ হয়তো সারে ৷ তবে, শুরু হয় সাইড এফেক্ট ৷ এই সমস্যার সহজ সমাধান দিচ্ছে এসেনসিয়াল ওয়েল৷ এই ওয়েল একদিকে যেমন রোগ সারাবে ৷ আবার সাইড এফেক্টেরও কোনও ঝক্কি থাকবে না ৷
advertisement

১) ওরিগ্যানো অয়েল ৷ আপনার শরীরের ইম্যিউনিটি সিস্টেম এবং ইনফেকশন প্রতিরোধ করতেও সক্ষম এই তেল ৷

২) জিনজার এসেনসিয়াল ওয়েল ৷ এই তেল আপনার হজম শক্তি অনেক গুণ বাড়িয়ে দেবে৷ ডায়রিয়া, বদ হজম কমাতে সাহায্য করবে ৷ পাশাপাশি আপনার শরীরের প্রোটিন, ফ্যাট এবং নিউট্রিয়েন্টস নিয়ন্ত্রনে থাকবে ৷

৩) পিপারমিন্ট ওয়েল ৷ এই তেল আপনার ব্রেনে অক্সিজেন সরবরাহ করবে ৷ যা আপনাকে অনেক বেশি তরতাজা রাখবে৷ পাশাপাশি কোনও একটা কাজের প্রতি আপনাকে উৎসাহ যোগাবে এবং প্রাণবন্ত করে তুলবে অনেক ৷

advertisement

৪) চুল এবং ত্বকের যত্ন নেওয়ার জন্যও আপনি ব্যবহার করতে পারেন এসেনসিয়াল ওয়েল ৷

তবে, আপনি আরও বেশি ফল পেতে পারেন ৷ যদি এসেনসিয়াল অয়েলের সঙ্গে এক ফোঁটা ক্যারিয়ার ওয়েল মেশালে সুফল আরও দ্রুত আসবে৷ ক্যারিয়ার অয়েলের মধ্যে রয়েছে-

১) আমন্ড অয়েল

২) নারকেল তেল

৩) সূর্যমুখী তেল

৪) গ্রেপ সিড

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বিশেষজ্ঞরা বলছেন, এটি কোনও ওষুধ নয় ৷ তবে, ওষুধের বদলে রোগ কমাতে বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করতেই পারেন এই সমস্ত এসেনসিয়াল করেন ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
শরীর-মন তরতাজা রাখতে একাই একশো এসেনসিয়াল অয়েল