TRENDING:

Male Health : শয্যায় সঙ্গিনীকে তৃপ্ত করতে চান? পুরুষদের যৌনজীবন রঙিন করতে সহজ টিপস

Last Updated:

Male Health : জীবনযাপন সংক্রান্ত একাধিক সমস্যা কারণ হয়ে দাঁড়ায় ফার্টিলিটি সমস্যা ও দুর্বল যৌনতার প্রশ্নে ৷ ডায়েট ও নিত্যদিনের জীবনচর্যায় কিছু পরিবর্তন এনে ঘনিষ্ঠ সময়ে নিজের পারফর্ম্যান্স ভাল করা যায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অভিভাবকত্ব জীবনের অন্যতম মধুর অনুভূতি ৷ কিন্তু অনেক দম্পতির ক্ষেত্রেই সন্তানধারণ সমস্যাজনক হয়ে দাঁড়ায় ৷ কারণ নারী পুরুষদের মধ্যে বন্ধ্যাত্বকরণের সমস্যা বাড়ছে ৷ হরমোনাল চেঞ্জ, বয়স, স্থূলতা-সহ নানা কারণ দায়ী থাকে মহিলাদের বন্ধ্যাত্বর ক্ষেত্রে ৷ অন্যদিকে পুরুষদের বন্ধ্যাত্বের ক্ষেত্রে দায়ী হয় ট্রমা, ডায়াবেটিস, সুরাসক্তি, ধূমপানের মতো কারণ ৷ জীবনযাপন সংক্রান্ত একাধিক সমস্যা কারণ হয়ে দাঁড়ায় ফার্টিলিটি সমস্যা ও দুর্বল যৌনতার প্রশ্নে ৷ ডায়েট ও নিত্যদিনের জীবনচর্যায় কিছু পরিবর্তন এনে ঘনিষ্ঠ সময়ে নিজের পারফর্ম্যান্স ভাল করা যায় ৷
ডায়েট ও নিত্যদিনের জীবনচর্যায় কিছু পরিবর্তন এনে ঘনিষ্ঠ সময়ে নিজের পারফর্ম্যান্স ভাল করা যায়
ডায়েট ও নিত্যদিনের জীবনচর্যায় কিছু পরিবর্তন এনে ঘনিষ্ঠ সময়ে নিজের পারফর্ম্যান্স ভাল করা যায়
advertisement

যৌনতা ও সন্তানের জন্মদানের প্রশ্নে ডায়েটে পরিবর্তন-

# পেঁয়াজ ও রসুনের গন্ধ অসহ্যের কারণ হতে পারে ৷ কিন্তু এই দু’টি জিনিস ডায়েটে থাকলে রক্ত সংবহন ঠিকমতো বজায় থাকে ৷ ফলে যৌনজীবন রঙিন হয়ে ওঠে

# কলায় আছে প্রচুর পটাশিয়াম ৷ কলা সাহায্য করে উচ্চ রক্ত চাপ নিয়ন্ত্রণ করতে৷ এ ছাড়া সেক্সুয়াল পারফরম্যান্স উন্নত করে

advertisement

# লঙ্কা ও গোলমরিচ সাহায্য করে রক্তপ্রবাহ সঠিক পথে বজায় রাখতে৷ ফলে হাইপারটেনশন ও ইনফ্লেম্যাশন নিয়ন্ত্রণে থাকে ৷

আরও পড়ুন : কেমন পুরুষ পছন্দ করেন মেয়েরা? জীবনসঙ্গীর মধ্যে কোন গুণ খোঁজেন রহস্যময়ী নারী?

ডায়েট পরিবর্তনের পাশাপাশি আরও বেশ কিছু দিকে খেয়াল রাখতে হবে ৷ তাহলে রিপ্রোডাক্টিভ ফাংশন ভাল হবে ৷ এন্ডোক্রিনোলজিস্ট ডক্টর সঞ্জয় কালরা কিছু টিপস দিয়েছে ৷ যার ফলে পুরুষদের সেক্সুয়াল ও রিপ্রোডাক্টিভ ফাংশন উন্নত হয়-

advertisement

স্ট্রেস বিসর্জন-

জীবনে মানসিক উদ্বেগ বা স্ট্রেস যত বাড়বে, তত ক্ষতিগ্রস্ত হবে যৌনজীবন৷ স্ট্রেসের প্রভাব পড়ে স্পার্মের গুণমানের উপরেও ৷

পর্যাপ্ত ঘুম-

পর্যাপ্ত পরিমাণে ঘুম সুস্থ লাইফস্টাইলের অন্যতম অংশ ৷ প্রতিদিন সঠিক পরিমাণে ঘুম হলে সেক্সুয়াল ডিজায়ার ও স্পার্ম কোয়ালিটি বজায় থাকে ৷

কুঅভ্যাস বর্জন-

advertisement

রেড ওয়াইন পানে ব্লাড সার্কুলেশন সঠিক বজায় থাকে ৷ কিন্তু সেক্সুয়াল পারফর্ম্যাম্সের উপর প্রভাব ফেলে অতিরিক্ত সুরাপান ও অত্যধিক ধূমপান ৷ এর ফলে মেল ফার্টিলিটি বা পুরুষ বন্ধ্যাত্ব এবং শুক্রাণুর গুণমান প্রভাবিত হয় ৷

আরও পড়ুন : দিনের বেশি ক্ষণই কাটে এসি-র ঠান্ডায়? দেখুন কী সর্বনাশ করছেন নিজের শরীরের

advertisement

শারীরিক সক্রিয়তা-

শারীরিক সক্ষমতা যত বেশি থাকবে, যৌন জীবনে আপনি তত বেশি সক্রিয় থাকবেন ৷ নিয়মিত শরীরচর্চা বজায় থাকলে ওজন নিয়ন্ত্রণে থাকে ৷ দূর হয় বন্ধ্যাত্বের সমস্যা ৷

চিকিৎসকের পরামর্শ-

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

যৌনজীবন সংক্রান্ত সমস্যায় অনেকেই চিকিৎসকের কাছে যেতে দ্বিধা করেন ৷ সেই প্রবণতা ঝেড়ে ফেলুন ৷ ইরেক্টাইল ডিসফাংশন ও অন্যান্য সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Male Health : শয্যায় সঙ্গিনীকে তৃপ্ত করতে চান? পুরুষদের যৌনজীবন রঙিন করতে সহজ টিপস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল