TRENDING:

Winter Lips Care: কালো ছোপ তুলে নরম, গোলাপি ঠোঁট চান? রইল সহজ ঘরোয়া টোটকা

Last Updated:

Winter Lips Care: অযত্ন-সহ নানা কারণে ঠোঁটে কালো ছোপ পড়ে যায়৷ এরকম ঠোঁটে লিপস্টিক পরলেও তার শেড ঠিকমতো ফুটে ওঠে না৷ দেখতেও ভাল লাগে না৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুন্দর ঠোঁট এবং হাসির উপর সৌন্দর্য নির্ভর করে অনেকাংশে৷ তবে অযত্ন-সহ নানা কারণে ঠোঁটে কালো ছোপ পড়ে যায়৷ এরকম ঠোঁটে লিপস্টিক পরলেও তার শেড ঠিকমতো ফুটে ওঠে না৷ দেখতেও ভাল লাগে না৷ তাই সৌন্দর্য ও স্বাস্থ্য-দুই কারণেই ঠোঁটের যত্ন নিন৷
advertisement

বাড়িতে তৈরি লিপ স্ক্রাব

১ চামচ সাদা বা বাদামি চিনি নিন৷ তাতে মেশান মধু বা নারকেল তেল৷ এ বার ওই মিশ্রণ দিয়ে ঠোঁটের এক্সফোলিয়েট করুন৷ সার্কুলার মোশনে আলতো হাতে মাসাজ করুন ঠোঁটে৷ চিনির জন্য মরা কোষ ঝরে যায়৷ মধু ও নারকেল তেল আর্দ্রতা বজায় রাখে৷

নরম টুথব্রাশ

advertisement

পুরনো, নরম ব্রিসলের টুথব্রাশ নিন৷ ঈষদুষ্ণ জলে ভিজিয়ে ওই ব্রাশে সার্কুলার মোশনে ঠোঁটের উপর মালিশ করুন৷ এতে ঠোঁটের মরা কোষ ঝরে যাবে৷ সার্কুলেশনের জন্য ঠোঁটের প্রাকৃতিক রং ধরা থাকবে৷

হাইড্রেশন

দিনভর প্রচুর জলপান করুন৷ পর্যাপ্ত জল খেলে ঠোঁটের আর্দ্রতাও বজায় থাকবে৷ নিয়মিত ময়শ্চারাইজার লাগাতেও ভুলবেন না৷

advertisement

দামি লিপ বাম

দামি, ভাল সংস্থার লিপ বাম ব্যবহার করুন৷ যাতে শিয়া বাটার, কোকোয়া বাটার বা আমন্ড অয়েল আছে৷ নিয়মিত বাম লাগালে ঠোঁট নরম থাকবে৷ কালো ছোপও দূর হবে৷

ঠোঁট চাটবেন না

শীতে শুকনো ঠোঁট চেটে সাময়িক ভাল লাগতে পারে৷ কিন্তু আখেরে ক্ষতি হয়৷ কারণ স্যালাইভার উৎসেচক ঠোঁট আরও শুকনো করে তোলে৷ পরিবর্তে হাইড্রেটিং লিপ বাম ব্যবহার করুন৷

advertisement

গোলাপের পাপড়ি

কয়েক ঘণ্টার জন্য কিছু গোলাপের পাপড়ি দুধে ভিজিয়ে রাখুন৷ তার পর সেটা চটকে একটা পেস্ট বানান৷ ঠোঁটে লাগিয়ে রাখুন ১৫ মিনিটের জন্য৷ ঠোঁটের নরম তুলতুলে ভাব ফিরে আসবে

বিটরুট বাম

বিটের রসে নারকেল তেল মিশিয়ে বাম বানান৷ তার পর সেটা ঠোঁটে মালিশ করুন৷ নিয়মিত করলে ঠোঁটের রং ও নরমভাব বজায় থাকবে৷

advertisement

বেদানার দানা

বেদানার দানা গুঁড়ো করে নিন৷ এর দানা দানা ভাব ব্যবহার করুন স্ক্রাব হিসেবে৷ এই দানার প্রাকৃতিক অ্যান্টিঅক্সিড্যান্টস সাহায্য করে এক্সফোলিয়েট করতে৷ ঠোঁটে নরম গোলাপি আভা বজায় থাকে৷

রোদের হাত থেকে রক্ষা

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রোদের হাত থেকে বাঁচাতে এসপিএফ সমেত লিপ বাম ব্যবহার করুন৷ ক্ষতিকর অতি বেগুনি রশ্মি থেকে বাঁচিয়ে পিগমেন্টেশন দূর করবে৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Winter Lips Care: কালো ছোপ তুলে নরম, গোলাপি ঠোঁট চান? রইল সহজ ঘরোয়া টোটকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল