TRENDING:

Marigold Plant Gardening Tips: সরস্বতী পুজোর আগেই হলুদ কমলা ফুলে ঢেকে যাবে আপনার গাঁদাগাছ! শুধু এভাবে রাখুন, জল দিন এই নিয়মে

Last Updated:

Marigold Plant Gardening Tips: অনেকে আক্ষেপ করেন, গাঁদাগাছের যত্ন নিলেও ভাল ফুল হচ্ছে না৷ তাঁদের জন্য রইল বিশেষ টিপস

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শীতের অন্যতম ফুল গাঁদা৷ হলুদ, কমলা, হলুদের সঙ্গে গাঢ় লালের মিশেল-নানা রঙের গাঁদা ফোটে শীতের মরশুমে৷ সরস্বতী পুজোর মূল উপকরণই গাঁদার মালা এবং গাঁদাফুল৷ দোকানে তো কিনতে পাওয়াই যায় অঢেল গাঁদাফুল৷ কিন্তু নিজের বাগানের ফুলে পুজো করার আনন্দ আলাদা৷ অনেকে আক্ষেপ করেন, গাঁদাগাছের যত্ন নিলেও ভাল ফুল হচ্ছে না৷ তাঁদের জন্য রইল বিশেষ টিপস৷
নিজের বাগানের ফুলে পুজো করার আনন্দ আলাদা
নিজের বাগানের ফুলে পুজো করার আনন্দ আলাদা
advertisement

প্রথমেই মনে রাখুন গাঁদাগাছে মাটি যত্ন করে তৈরি করুন৷ তবে বেশি সার দেবেন না৷ অতিরিক্ত সার প্রয়োগ করা হলে গাছ ঝাঁকড়া হতে পারে৷ কিন্তু ফুল বড় হবে না৷ বেশিও হবে না৷

যে কোনও ধরনের মাটিতেই এই ফুলের গাছ বসাতে পারেন৷ টবে বসালে কমপোস্ট ব্যবহার করুন৷ গার্ডেনিং সয়েল, কমপোস্ট ও সাদা বালি সঠিক অনুপাতে মিশিয়ে মাটি তৈরি করুন৷ তার পর গাঁদা গাছ রোপন করুন৷

advertisement

গাঁদা গাছে বেশি জল কখনওই দেবেন না৷ বেশি জল দিলে গাছের গোড়ায় জল জমে যাবে৷ তাহলে গাছও পচে যাবে৷ ভাল ফুলও হবে না৷ হাল্কা থেকে মাঝারি শীতে একদিন অন্তর একদিন জল দিলেই হবে৷ বেশি ঠান্ডা পড়লে আরও কম জল দিন৷

advertisement

গাঁদাগাছের জন্য চড়া রোদ্দর দরকার৷ দিনে ৫-৬ ঘণ্টা রোদ পাবে, এমন জায়গায় সব সময় রাখুন গাঁদাগাছ৷ তাহলেই যথেষ্ট ফুল আসবে৷

গাঁদা গাছে সার বেশি দেবেন না৷ নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস সম অনুপাতে আছে, এমন কোনও রাসায়নিক সার দিতে পারেন৷ জৈব সার দিতে চাইলে দিন সর্ষের খোল৷ কলার খোসা দিয়ে কমপোস্ট তৈরি করে দিতে পারেন৷

advertisement

আরও পড়ুন : ৯০০ কেজি সুজি, ১০০০ কেজি ঘি, ১০০০ কেজি চিনি, ২০০০ লিটার দুধে রামলালার জন্য ভোগের হালুয়া রাঁধবেন স্বয়ং বিষ্ণু

সব রকমের সার ঘুরিয়ে ফিরিয়ে দিন৷ রাসায়নিক সার, জৈব সার বা কিচেন কমপোস্ট সব মিলিয়ে মিশিয়ে দিন৷ মাসে এক বার সার দিলেই হবে৷ গাঁদা গাছে মৌমাছি, প্রজাপতির আগমন হয় বেশি৷ তাই এই গাছের কাছে সবজি গাছ থাকলে সেখানেও পরাগমিলনের হার বৃদ্ধি পায়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

গাঁদা গাছে শুকনো ফুল থাকলে সেটি গোড়া থেকে কেটে ফেলে দিন৷ প্রতি মাসে এক বার সার দিন৷ ১৫ থেকে ২০ দিন অন্তর নিমতেলের সঙ্গে সাবানের গুঁড়ো মিশিয়ে কীটনাশক হিসেবে দিন৷ গাঁদাগাছে বেশি পোকমাকড় হয় না৷ চেষ্টা করবেন জৈব কীটনাশক ব্যবহারের৷ রাসায়নিক কীটনাশক গাছে না দেওয়াই ভাল৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Marigold Plant Gardening Tips: সরস্বতী পুজোর আগেই হলুদ কমলা ফুলে ঢেকে যাবে আপনার গাঁদাগাছ! শুধু এভাবে রাখুন, জল দিন এই নিয়মে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল