TRENDING:

Symptoms of pregnancy : নিজের অজান্তেই মা হতে চলেছেন না তো? এই উপসর্গগুলি থাকলে সতর্ক হোন

Last Updated:

Symptoms of pregnancy : কী কী উপসর্গ সকলের মধ্যেই কমবেশি থাকে প্রেগন্যান্সিতে, আসুন দেখে নেওয়া যাক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সন্তানের জন্ম দেওয়া যে কোনও মহিলার জীবনে মাইলফলকসম ঘটনা৷ গর্ভধারণের পর্বে শরীর ও মনে একাধিক পরিবর্তন পরিলক্ষিত হয়৷ দীর্ঘ গর্ভকালীন অবস্থা ও প্রসবের য্ন্ত্রণা ম্লান হয়ে যায় সদ্যোজাতর কান্না শুনে৷ প্রেগন্যান্সির লক্ষণ এক এক জনের ক্ষেত্রে এক এক রকম হয়৷ এর জন্য শারীরিক নানা কারণ, শরীরের গঠন, ঋতুস্রাবের চক্র দায়ী থাকে৷ এক জন মহিলা একাধিকবার সন্তানধারণ করলে প্রতি বার একই লক্ষণ থাকতে নাও পারে৷ (Early symptoms of pregnancy) তবে কী কী উপসর্গ সকলের মধ্যেই কমবেশি থাকে প্রেগন্যান্সিতে, আসুন দেখে নেওয়া যাক-
অন্তঃসত্ত্বা নারীদের জন্য : অন্তঃসত্ত্বা নারীর শরীর সুস্থ রাখতে বেগুন সহায়ক হতে পারে। নতুন মা যারা বাচ্চাকে স্তন্যপান করান, তাদের জন্যও বেগুন খুব উপকারী। এছাড়াও ঋতুস্রাব পূর্ব উপসর্গগুলো রোধ করতেও বেগুন অত্যন্ত কার্যকরী।
অন্তঃসত্ত্বা নারীদের জন্য : অন্তঃসত্ত্বা নারীর শরীর সুস্থ রাখতে বেগুন সহায়ক হতে পারে। নতুন মা যারা বাচ্চাকে স্তন্যপান করান, তাদের জন্যও বেগুন খুব উপকারী। এছাড়াও ঋতুস্রাব পূর্ব উপসর্গগুলো রোধ করতেও বেগুন অত্যন্ত কার্যকরী।
advertisement

পিরিয়ড মিস-

সন্তান ধারণের অন্যতম উপসর্গ হল পিরিয়ড মিস করা৷ তবে কিছু বিরল ক্ষেত্রে গর্ভসঞ্চারের পরও ঋতুস্রাব হতে পারে৷ পিরিয়ড বন্ধ হয়ে যায় কারণ নিষিক্ত হয়ে যাওয়ার কারণে ডিম্বাণু আর রক্তের মাধ্যমে নির্গত হয় না৷ গর্ভ সঞ্চারের প্রথম পর্যায়ে বিন্দু বিন্দু রক্ত দেখা যেতে পারে, কিন্তু পূর্ণ মাত্রায় ঋতুস্রাব হয় না৷

advertisement

আরও পড়ুন : যৌনাঙ্গ-সহ দেহের বিভিন্ন অংশে ছড়ায় সংক্রমণ, যন্ত্রণাময় অসুখ হার্পিস কেন হয়?

মর্নিং সিকনেস-

অন্তঃসত্ত্বা অবস্থায় শরীরে একাধিক হরমোনগত পরিবর্তন দেখা দেয়৷ অধিকাংশ মহিলার প্রেগন্যান্সির প্রথম দিকে গা বমি বমি ভাব দেখা দেয়৷ পাশাপাশি খিদে চলে যায়৷ নামেই বোঝা যাচ্ছে এই উপসর্গ সকালবেলা দেখা দেয়৷ অনেক মহিলার আবার দিনভর এই সমস্যা সহ্য করতে হয়৷

advertisement

স্তনে পরিবর্তন-

গর্ভধারণ করলে পরিবর্তন আসে স্তনের আকারেও৷ অনেক সময় স্তন বড় হয়ে যায়৷ স্তনবৃন্ত ক্রমে গাঢ় হয়৷ কারণ স্তনে ক্রমে দুগ্ধ উৎপন্ন হওয়ার পদ্ধতি শুরু হয়েছে৷

আরও পড়ুন : সাদা বিকিনিতে নায়িকা যেন জলের মাঝে মৎস্যকন্যা

ঘন ঘন মূত্রত্যাগ-

প্রেগন্যান্সিতে বডি ফ্লুইড বেড়ে যায়৷ ফলে মূত্রের পরিমাণও বৃদ্ধি পায়৷ অন্তঃসত্ত্বা পর্বের প্রথম পর্বের অন্যতম লক্ষণ হল ঘন ঘন মূত্রত্যাগ৷

advertisement

আরও পড়ুন : ফ্লোরাল স্যুটের ফাঁকে বক্ষবিভাজিকা, আবেদনে অপ্রতিরোধ্য পূজাকন্যার লাস্য দেখুন ছবিতে

খাবারের প্রতি আকর্ষণ-

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গর্ভসঞ্চারের প্রথম পর্বে খাবারের প্রতি আকর্ষণ এবং মুড স্যুইং বেড়ে যায়৷ এর পিছনে কারণ হল হরমোনাল ডিসব্যালান্স এবং শরীরে সেই মুহূর্তের অত্যধিক পুষ্টিচাহিদা৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Symptoms of pregnancy : নিজের অজান্তেই মা হতে চলেছেন না তো? এই উপসর্গগুলি থাকলে সতর্ক হোন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল