TRENDING:

পাশের বাড়ি বা সোশ্যাল মিডিয়া, এই তিন সাজেই মেয়েদের মন জয় করতে পারেন ছেলেরা!

Last Updated:

আকর্ষণ তো চিরকালীন, তার আবেদনে ঘায়েল করা এবং ঘায়েল হওয়াটাও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাড়ির বাইরে বেরনো যাবে না তো কী হয়েছে? তাতে করে কি কিছু সত্যি আটকায়? মানছি, পাড়ার মণ্ডপে অঞ্জলি দেওয়ার সময়ে আর বেপাড়ার এক মণ্ডপ থেকে অন্যটায় যাওয়ার মাঝে যে ভাবে অন্যের দৃষ্টি আকর্ষণ করে নেওয়া যায়, সেটা চলতি দুর্গাপুজোর মরশুমে সম্ভব নয়। কিন্তু আকর্ষণ তো চিরকালীন, তার আবেদনে ঘায়েল করা এবং ঘায়েল হওয়াটাও।
advertisement

তাই, পুজোর সময়ে সাজগোজটা থাক পুরো মাত্রাতেই। তাতে একটুও কমতি হলে চলবে না। তার পর জানলার ধারে, বারান্দার রেলিংয়ে ঠেস দিয়ে খানকতক ছবি আপলোড করে দিন না নিজের নিজের সোশ্যাল মিডিয়া হ‌্যান্ডেলে। দেখবেন, পাশের বাড়ির বা ফ্ল্যাটের কৌতূহলী কাজলটানা চোখ যেমন আপনাকে খুঁজবে, তেমনই সোশ্যাল মিডিয়ায় উপচে পড়বে বন্ধুত্বের আবেদন।

advertisement

অনেকে অবশ্য বলে থাকেন যে ছেলেদের তেমন সাজ না হলেও চলে! রুক্ষ চুল, ঘামে ভেজা নীল পাঞ্জাবি আর জিনস-ই না কি যথেষ্ট! আমরা বলি কী, রুক্ষ চুলটা থাক, ওটা একটা এলোমেলো ঝড় তুলতে পারে অনেকের মনেই! পাঞ্জাবিটাও থাক, পুজোর ক'দিন একটা উদযাপনের মেজাজ নিয়ে আসতে। আর জিনস-টা খুলে ফেলুন!

তার পর?

advertisement

১. পাড় ভাঙা গল্পেরা

বিয়ের সময়ে ধুতি সনাতন পোশাক বলেই গায়ে দিতে হয়, তা ঠিক। তবে এটাও ঠিক যে ওই সাজে যেমন সুন্দর লাগে, তেমন আর কিছুতে লাগে না ছেলেদের। তাই এ বার পুজোয় পাঞ্জাবির সঙ্গে বেছে নিন ধুতিকেই। রঙিন ধুতি বা সাদা রঙের। কিন্তু পাড়টা একটু চওড়া না থাকলেই নয়। ওটাই তৈরি করবে পাড় ভাঙা গল্পেদের। পরতে না জানলে রেডি-টু-ওয়্যার ধুতি রয়েছে, কিন্তু ধুতি প্যান্ট বা পাজামা কখনই নয়!

advertisement

২. হাফ জ্যাকেটেই হাফ কাজ

মানে, আপনার দিকে কারও নজর যদি পড়ে, তা হলে তা একেবারে আটকে থাকবে গায়ে একটা হাফ জ্যাকেট থাকলে। এ ক্ষেত্রে নিয়ম সহজ- পাঞ্জাবি গাঢ় রঙের হলে জ্যাকেট হালকা! তবে আমরা বলব উল্টোটা করতে। তা হলে নজর আর মজা দুই জমবে!

৩. কবজির জোর

দূর, পাঞ্জা লড়তে কে বলেছে! আপনার কবজিটা সাজিয়ে তুলুন একটা চওড়া ডায়ালের হাতঘড়িতে। আরেকটা হাতে একটু ভারি দেখে বালা পরতে পারেন- নিশ্চিত থাকুন মন্দ লাগবে না!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Written By: Anirban Chaudhury

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
পাশের বাড়ি বা সোশ্যাল মিডিয়া, এই তিন সাজেই মেয়েদের মন জয় করতে পারেন ছেলেরা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল