অনেক সময় পরিচ্ছন্নতার অভাবে ডাস্টবিনে জায়গা শখের আসবাবের৷ সামনেই পুজো৷ প্রিয় উৎসবে ধুলো বালি ঝেড়ে সেজে উঠবে প্রতিটি বাঙালি বাড়ি৷ তার আগেই জেনে নিন কীভাবে সহজে ঝকঝকে করে তুলবেন আপনার বাড়ির প্রতিটি আসবাব৷
বাজারে বহু রকমের ডাস্টিং ক্লিনার পাওয়া গেলেও সেগুলি বেশ দামি হয়৷ আবার অনেক সময় দাম দিয়ে কিনে আনা ডাস্টিং ক্লিনার সঠিক কাজে আসে না৷ কিন্তু জানেন কি বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন ডাস্টিং ক্লিনার৷ জেনে নিন সহজ উপায়৷
advertisement
উপকরণ
জল ২ কাপ
ভিনিগার ১/৪ কাপ
অলিভ অয়েল এক টেবিল চামচ
লিকুইড বাসান মাজা সাবান ৩ থেকে ৪ ফোঁটা
এসেনশিয়াল অয়েল বা সুগন্ধি তেল ২০ ড্রপ
প্রথমে একটি স্প্রে বোতল নিন। এবার এতে দুই কাপ জল দিন। জলে ভিনিগার দিন এবং এক চামচ অলিভ অয়েলও দিয়ে দিন। এরপর বাড়িতে ব্যবহৃত লিকুইড ডিশ সোপের কয়েক ফোঁটা যোগ করুন। এবার এতে আপনার পছন্দের যেকোনও এসেনশিয়াল অয়েল বা সুগন্ধি তেল ২০ ফোঁটা যোগ করুন। বোতলের ঢাকনা বন্ধ করে ভাল করে ঝাঁকিয়ে নিন। আপনার বাড়িতে নিজে হাতে তৈরি ডাস্ট ক্লিনার প্রস্তুত।
আরও পড়ুন: লিভারে জমে আছে দূষিত পদার্থ! দূর করার উপায় রান্নাঘরে, জানুন সহজ নিয়ম
কীভাবে ব্যবহার করবেন
রাতে ঘুমোতে যাওয়ার আগে বা সকালে ঘুম থেকে ওঠার পর ঘরে থাকা সমস্ত আসবাবপত্র বা সাজসজ্জার জিনিসপত্রে এই মিশ্রণ স্প্রে করে মাইক্রো ফাইবার তোয়ালে দিয়ে মুছে ফেলুন। দেখবেন আপনার ঘর সারাদিন পরিষ্কার দেখাবে এবং আসবাবপত্রে পালিশ করা চকচকে থাকবে।