Liver Detox Tips: লিভারে জমে আছে দূষিত পদার্থ! দূর করার উপায় রান্নাঘরে, জানুন সহজ নিয়ম
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
বর্তমানে বাড়ছে লিভারের সমস্যা৷ অতিরিক্ত মদ্যপান, জাঙ্ক ফুড খাওয়া, জীবনযাপনে অনিয়ম-সহ আরও নানা কু-অভ্যাস লিভারের সমস্যা ডেকে আনছে৷
শরীর সুস্থ রাখতে লিভারের গুরুত্ব অপরিসীম৷ শরীর থেকে সমস্ত বিষাক্ত পদার্থ ছেঁকে ফেলার কাজ করে লিভার বা যকৃৎ৷ দেহের হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণেও লিভারের বিশেষ ভূমিকা রয়েছে৷ কিন্তু বর্তমানে বাড়ছে লিভারের সমস্যা৷ অতিরিক্ত মদ্যপান, জাঙ্ক ফুড খাওয়া, জীবনযাপনে অনিয়ম-সহ আরও নানা কু-অভ্যাস লিভারের সমস্যা ডেকে আনছে৷
advertisement
আবার শরীরের সুস্থতায় লিভারকে সুস্থ রাখাও খুব জরুরি৷ তাই লিভারে জমে থাকা দূষিত পদার্থগুলি পরিষ্কার করে ফেলাও আবশ্যক৷ কিন্তু কীভাবে করবেন লিভার ডিটক্স? পুষ্টিবিদ অঞ্জলি মুখোপাধ্যায় তাঁর ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করেছেন লিভার ডিটক্স করবার কিছু সহজ উপায়৷ শরীরে জমে থাকা খারাপ পদার্থগুলি দূর করা যায় ঘরোয়া উপায়েই৷
advertisement
advertisement
advertisement
লিভার ভাল রাখতে সারাদিনে অন্তত ৬ থেকে ৮ গ্লাস ফিল্টার করা জল এবং ২ থেকে ৩ গ্লাস গরম জল খাওয়া উচিত। গরম জল খাওয়ার সময় মনে রাখতে হবে তাপমাত্রা যেন অতিরিক্ত গরম বা খুব ঠান্ডা না হয়৷ চায়ের মতো গরম অবস্থাতেই গরম জল খাবেন৷ এতে লিভার ও কিডনি যেমন পরিষ্কার হয়, তেমনি ওজন কমাতেও এটি বেশ কার্যকরী প্রমাণিত হতে পারে।
advertisement
সারাদিনে যে সমস্ত খাবার খাবেন তার মধ্যে কমপক্ষে ৪০ শতাংশ ফল এবং সবজি হওয়া উচিত। কাঁচা ফল বা খাবারে প্রচুর পরিমাণে এনজাইম থাকে, যা হজমে সাহায্য করে। এগুলি লিভারের ক্ষমতা বাড়ায় যাতে এটি সহজেই টক্সিন দূর করতে পারে। আপনি যদি প্রতিদিন দুই থেকে তিনটি ফল এবং শাকসবজি খান তবে আপনার স্বাস্থ্যের জন্যও অনেক উপকার হবে।
advertisement
advertisement
advertisement
লিভার সুস্থ রাখতে গাজর, বিট এবং পালং শাক থেকে তৈরি রস পান করুন। এক গ্লাস এই জুস খেলে শরীর অনেক ধরনের পুষ্টি পাবে। লিভারও ডিটক্সড হবে। এছাড়াও আপনি হুইটগ্রাস জুস পান করতে পারেন। এই ধরনের খাবারগুলি লিভার পরিষ্কার করার জন্য প্রাকৃতিক এবং স্বাস্থ্যকর পানীয়। রক্তও পরিষ্কার হবেই, পাশাপাশি শরীরের অন্যান্য পুষ্টিরও জোগান দেবে৷
advertisement