সবুজের ছোঁয়া:
পর্দা নয়, বরং সতেজ সবুজ গাছপালা দিয়েই সাজিয়ে তুলুন বড় জানলাটিকে। জানলা জুড়ে লাগিয়ে ফেলুন সবুজ লতানো গাছ বা ক্রিপার্স। তবে হ্যাঁ, এমন ক্রিপার্স লাগাতে হবে, যেগুলি সমস্ত আবহাওয়ায় বাঁচতে পারে। লতানো গাছগুলি বড় হলে জানলা জুড়ে ছড়িয়ে দিতে হবে। ধীরে ধীরে সবুজের ছোঁয়ায় আলাদাই মাত্রা নেবে সাধের জানলাটি।
advertisement
উইন্ড চাইম:
জানলায় ঝুলিয়ে দিন রংবাহারি, রকমারি উইন্ড শাইম। হাওয়ায় দুলে উঠে মৃদু-মিষ্টি আওয়াজ ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে।
ডেকোরেটিভ কেজ বা ডেকোরেটিভ খাঁচা:
আজকাল অনলাইন সাইট অথবা অফলাইনেও কিনতে পাওয়া যায় ডেকোরেটিভ কেজ বা রকমারি খাঁচা। পাওয়া যায়। ঘরের সাধের বড় জানলাটিতে লাগিয়ে দিন এইসব ডেকোরেটিভ কেজ। রঙবেরঙের ফুল, সবুজ পাতা এবং সেন্টেড ক্যান্ডেল অথবা ছোট ছোট ফেয়ারি লাইট ব্যবহার করে সাজাতে পারেন খাঁচাগুলো।
ঝলমলে আলো:
বড় জানলাটিতে রঙবরঙের গ্লো বাল্ব লাগাতে পারেন। ঝোলাতে পারেন টি-লাইটসও। অন্ধকার নামলেই আলোয় ঝলমল করে উঠবে জানলাটি। তবে জানলায় ট্র্যাডিশনাল লুক দিতে চাইলে মাটির ল্যাম্পও ঝোলাতে পারেন।