জেলেপাড়া ধীবর সমিতির সম্পাদক চন্দ্রচূড় ধীবর বলেন, ” প্রতিদিনই মানুষের ঢল নামছে। সকালের দিকে গ্রামাঞ্চলের মানুষ ভিড় করছে। বিকেলের দিকে শহর ও শহর সংলগ্ন এলাকার মানুষজন উপচে পড়ছে মন্দিরে।”
এই দুর্গাপুজোর নেপথ্যে রয়েছে এক কাহিনী। পুরুলিয়া শহরের এক সার্বজনীন দুর্গামন্দিরে পুজো দিতে গিয়ে অপমানিত হয়ে ফিরে আসতে হয়েছিল ধীবর সম্প্রদায়ের মানুষদের। সেই অপমানের জবাব দিতে তাঁরা নিজেরাই জমি দান করেন। পারিশ্রমিকের টাকা জমিয়ে তিল তিল করে গড়ে তোলেন এই দুৰ্গামন্দির। রীতি মেনে ষষ্ঠীর দিন থেকে মায়ের আরাধনা শুরু হয়। একাদশীর দিন হয় বিসর্জন।
advertisement
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
October 02, 2025 3:15 PM IST