TRENDING:

Durga Puja 2024: শতাব্দী পেরিয়েছে, আজও কোচবিহারের প্রাচীন শিব মন্দিরে হয় দুর্গাপুজো

Last Updated:

কোচবিহারের শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী এই শিব মন্দিরের দুর্গা পুজোয় ভিড় জমান বহু মানুষ। দূর-দূরান্ত থেকেও বহু মানুষ দুর্গা পুজো উপলক্ষে এই মন্দিরে আসেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: কোচবিহারের শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী বানেশ্বর শিব মন্দির। শতাব্দী প্রাচীন এই মন্দিরে রাজ আমল থেকে দুর্গা পুজো হয়।  দুর্গা প্রতিমা তৈরি করেন বানেশ্বর এলাকার এক প্রতিমা শিল্পী। দীর্ঘ সময় ধরে বংশপরম্পরায়  মূর্তি তৈরি করেন এই প্রতিমা শিল্পীর পরিবার।
advertisement

বীপিনচন্দ্র পাল জানান, কোচবিহারের রাজ আমলে তাঁর পূর্বপুরুষেরা এই প্রতিমা নির্মাণের কাজ শুরু করেন। দীর্ঘ সময় ধরে বংশপরম্পরায় এই প্রতিমা নির্মাণ করা হচ্ছে।  প্রায় ৬০ বছর ধরে তিনি প্রতিমা নির্মাণ করছেন। রথের মেলার দিন দুর্গা মূর্তির কাঠামা পুজো করে শুরু হয় প্রতিমা তৈরি। দেড় থেকে দু’মাসের মতো সময় লাগে প্রতিমার মূর্তি নির্মাণে।

advertisement

শিল্পীর পুত্রবধূ ঝুমা পাল জানান, বিয়ে হয়ে আসার পর থেকেই তিনি মূর্তি নির্মাণের কাজ দেখে আসছেন। বাড়ির সবাই এই মূর্তি নির্মাণের কাজে হাত লাগান। মূর্তি নির্মাণের সময় রাজ আমলের প্রত্যেকটি রীতি ও প্রথা মানা হয়।

কোচবিহারের শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী এই শিব মন্দিরের দুর্গা পুজোয় ভিড় জমান বহু মানুষ। দূর-দূরান্ত থেকেও বহু মানুষ দুর্গা পুজো উপলক্ষে এই মন্দিরে আসেন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja 2024: শতাব্দী পেরিয়েছে, আজও কোচবিহারের প্রাচীন শিব মন্দিরে হয় দুর্গাপুজো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল