TRENDING:

Durga Puja 2021: পুজোয় বাড়িতেই তৈরি করুন সুস্বাদু গুড় সন্দেশ! রেসিপি জেনে নিন চটপট

Last Updated:

Durga Puja 2021: সন্দেশ আর রসগোল্লা ছাড়া বাঙালি হয় না আর এই দু'টো মিষ্টি ছাড়া পুজোও হয় না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সন্দেশ আর রসগোল্লার সঙ্গে বাঙালির নাম ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে। এই দু'টো ছাড়া বাঙালি হয় না আর এই দু'টো মিষ্টি ছাড়া পুজোও হয় না। তাই আমরা নিয়ে এসেছি গুড় সন্দেশের দুর্দান্ত রেসিপি (puja recipes 2021)। যা তৈরি করাও সোজা আর খেতেও দারুণ।
advertisement

গুড় সন্দেশ তৈরি করতে যে যে উপাদান লাগবে

২ লিটার দুধ

৩ টেবিল চামচ খেজুর গুড়

১/২ চা চামচ সবুজ এলাচের গুঁড়ো পাউডার

এক মুঠো আমন্ড বাদাম

দেড় টেবিল চামচ লেবুর রস

২ চা চামচ গুঁড়ো চিনি

এক মুঠো কুচি করে কাটা রোস্টেড কাজু বাদাম

২ চা চামচ কিসমিস

advertisement

কী ভাবে তৈরি করতে হবে গুড় সন্দেশ

প্রথম ধাপ

দুধ ফুটিয়ে ছানা করতে হবে

প্রথমে একটি পাত্রে দুধ নিয়ে সেটা ফুটিয়ে নিতে হবে। দুধ ফুটতে শুরু করলে তার মধ্যে দেড় টেবিল চামচ লেবুর রস দিয়ে দিতে হবে। এতে দুধ কেটে ছানা হয়ে যাবে। ছানা হয়ে গেলে তার জল ছেঁকে নিতে হবে ভালো করে। মসলিনের কাপড়ে এই ছানা রেখে চিপে চিপে জল বের করে নিতে হবে। তার পর এর উপর ভারী কিছু চাপিয়ে দিতে হবে যাতে বাকি জল ধীরে ধীরে বেরিয়ে যায়। এই ছানা এক দিকে রেখে দিতে হবে।

advertisement

দ্বিতীয় ধাপ

সন্দেশের তাল তৈরি করতে হবে

বড় একটা ট্রের মধ্যে এই ছানার তাল নিয়ে তার মধ্যে গুড় মিশিয়ে ভাল করে ঠেসে ঠেসে মাখতে হবে। এবার একটা পাত্র আঁচে বসিয়ে গরম করে এই মাখা ছানার তাল দিয়ে নাড়তে হবে।

আরও পড়ুন- দিঘায় গোলবাড়ির কষা মাংস, বসন্ত কেবিনের কাটলেট! পুজোর ছুটিতে ঘুরে আসুন এই হোটেল থেকে

advertisement

তৃতীয় ধাপ

সন্দেশে মনের মতো আকার দিয়ে উপভোগ করুন এর স্বাদ

খেয়াল রাখতে হবে যখন গুড় মিশিয়ে ছানা মাখা হচ্ছে তখন যেন সেটা দানা দানা না হয় এবং সমানভাবে মাখা হয়। নতুবা সন্দেশ তৈরি করার সময় অসুবিধা হতে পারে। পাত্রে ছানা ভালো করে নেড়ে নিয়ে তার মধ্যে গুঁড়ো চিনি আর এলাচ পাউডার দিতে হবে। ভালো করে সেগুলো মিশিয়ে এর মধ্যে কাজুবাদাম সহ অন্যান্য ড্রাই ফ্রুট মিশিয়ে দিতে হবে। এবার নিজের পছন্দমতো আকারে সন্দেশ বানিয়ে নিতে হবে। চাইলে সন্দেশের ছাঁচও ব্যবহার করা যায়। এবার উপরে গোলাপের পাপড়ি বা কেশর দিয়ে পরিবেশন করা যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

আরও পড়ুন- চেনা মিষ্টির অচেনা স্বাদ! আপেল রাবড়ির রেসিপি জেনে নিন পুজোর আগেই

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja 2021: পুজোয় বাড়িতেই তৈরি করুন সুস্বাদু গুড় সন্দেশ! রেসিপি জেনে নিন চটপট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল