দুবাইয়ের এক ধনকুবেরের স্ত্রী সৌদি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পরিচিত তাঁর রাজকীয় ও বিলাসী জীবনযাত্রার জন্য। তাঁর জীবনসঙ্গীর ধনসম্পদ নানা ভাবে প্রতিফলিত হয় তরুণীর জীবনযাত্রায়। বিলাসিতায় পরিপূর্ণ জীবন, ছুটি কাটানোর আকাশছোঁয়া খরচ চোখ ঝলসে দেয় নেটিজনদের। ওই সৌদি তরুণীর আশা, সন্তানের জন্মদানের পরিবর্তে তিনি বহুমূল্য উপহার পাবেন।
আরও পড়ুন : অভিনয়ের কেরিয়ার ছেড়ে সকালে পড়াশোনা, রাতে চাকরি! কোনও কোচিং ছাড়াই তারকার ছেলে আজ সফল আইএএস অফিসার
advertisement
জানা গিয়েছে সৌদি একটি নতুন গাড়ি এবং মহার্ঘ্য হার্মিজ বার্কিন হ্যান্ডব্যাগ চেয়েছেন। দু’টি মিলিয়ে দাম পড়বে ভারতীয় মুদ্রায় প্রায় ৫০ লক্ষ থেকে ৫৫ লক্ষ টাকা। পাশাপাশি সন্তানের জন্ম দেওয়ার সময় যে যন্ত্রণা তাঁকে সহ্য করতে হবে, তার জন্য ভারতীয় মুদ্রায় ২ কোটি টাকা করে পেয়েছেন তিনি। বহুমূল্য গাড়ির পাশাপাশি তাঁর রূপচর্চার আকাশছোঁয়া খরচও মেটান স্বামী। অট্টালিকাসম বাড়িতে বহু পরিচারক থাকলেও প্রশিক্ষিত নার্স রাখা হয়েছে যাতে সৌদির পরিচর্যায় কোনও ক্ষতি না হয়। সন্তানের জন্ম দেওয়ার পরও যাতে বিলাসী জীবনযাত্রা ব্যাহত না হয়, খেয়াল রাখা হচ্ছে সেদিকেও।
মাতৃত্ব ও সন্তানপালনের প্রতি সৌদির দৃষ্টিভঙ্গি নেটমাধ্যমে তীব্র সমালোচিত হয়েছে। কিন্তু তাতে কিছু এসে যায়নি সুন্দরী তরুণীর। তিনি সন্তানের জন্ম দেওয়া বা মা হওয়াকে ধনসম্পদ ও বিলাসিতা বৃদ্ধির সুযোগ বলে মনে করেন।