TRENDING:

Dog Bite: কুকুর কামড়ালে ভুল করেও এই কাজটি করবেন না; চিকিৎসক কী বলছেন জেনে নিন এখনই

Last Updated:

দেহরাদুনের দুন হাসপাতালের চিকিৎসক ডা. সোনিয়া লোকাল নিউজ18-কে জানিয়েছেন যে, কুকুরের কামড়ের ফলে জলাতঙ্ক নামক রোগ হয়। এই রোগটি এতটাই বিপজ্জনক যে এর চিকিৎসা সম্ভব নয় এবং মানুষ অচিরেই প্রায় প্রাণ হারায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দেহরাদুনে ক্রমবর্ধমান উত্তাপের সঙ্গে সঙ্গে কুকুররা খুব ক্ষুব্ধ হয়ে উঠছে এবং হাসপাতালে কুকুরের কামড়ের অনেক ঘটনা জানা গিয়েছে। এমন পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে, কুকুরের কামড়ের পর হলুদ, লঙ্কা, কোলগেট ইত্যাদি লাগিয়ে মানুষ হাসপাতালে পৌঁছে যাচ্ছেন। চিকিৎসকরা বলছেন এমনটি না করতে, কারণ এতে ত্বকে সংক্রমণ হতে পারে।
কুকুর কামড়ালে ভুল করেও এই কাজটি করা যাবে না;
কুকুর কামড়ালে ভুল করেও এই কাজটি করা যাবে না;
advertisement

আরও পড়ুনঃ একমাস একগ্লাস করে খেলেই ম্যাজিক…! হাই কোলেস্টেরল কমাবে ৫ ‘ঘরোয়া’ পানীয়!

গত কয়েক বছরে কুকুরের কামড়ের ঘটনা দ্রুত বেড়েছে। নগরীর রাস্তায় বিচরণকারী কুকুর শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবাইকেই আক্রমণ করেছে। কুকুরের কামড়ের এই ঘটনা ছাড়াও, সবচেয়ে বড় সমস্যা হল কুকুরের কামড়ের পরে রোগী সঠিক প্রাথমিক চিকিৎসা পান না। এমন পরিস্থিতিতে অনেক রোগী প্রায়ই হাসপাতালে আসেন, যাঁরা নিজেরাই কুকুরের কামড়ের চিকিৎসা করার চেষ্টা করেন। কেউ ক্ষতস্থানে হলুদ লাগান, কেউ লাল লঙ্কার গুঁড়ো, কেউবা ক্ষতস্থানে মোটা ব্যান্ডেজ লাগান। যার কারণে কুকুরের লালায় থাকা ভাইরাস কমার পরিবর্তে দ্রুত রোগীর শরীরের ভিতরের টিস্যু ও রক্তে পৌঁছে যায়, যা ক্ষতিকর।

advertisement

দেহরাদুনের দুন হাসপাতালের চিকিৎসক ডা. সোনিয়া লোকাল নিউজ18-কে জানিয়েছেন যে, কুকুরের কামড়ের ফলে জলাতঙ্ক নামক রোগ হয়। এই রোগটি এতটাই বিপজ্জনক যে এর চিকিৎসা সম্ভব নয় এবং মানুষ অচিরেই প্রায় প্রাণ হারায়। কুকুরের কামড়কে তিন ধরনের শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথম ক্যাটাগরিতে কুকুরের লালা অক্ষত ত্বকের সংস্পর্শে আসে, দ্বিতীয় ক্যাটাগরিতে এটি ব্যক্তির ত্বকে আঁচড়ের সৃষ্টি করতে পারে এবং তৃতীয় ক্যাটাগরি সবচেয়ে বিপজ্জনক, যেখানে মানুষের শরীর থেকে কুকুর বা অন্য কোনও প্রাণী মাংস বের করে নেয়।

advertisement

ভুল করেও এই কাজ করা উচিত নয়

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

ডা. সোনিয়া বলেন, কুকুরে কামড়ানোর পর ক্ষতস্থানে হলুদ, লবণ ও লঙ্কা মাখিয়ে অনেকে আসেন, যা ঠিক নয়। তিনি বলেন, কুকুরের কামড়ের ক্ষেত্রে আহত স্থানটি প্রায় ১০ মিনিট ধরে জলে ধুয়ে ফেলতে হবে এবং এর জন্য সাবানও ব্যবহার করা যেতে পারে, তবে খালি হাতে নয়। ১০ থেকে ১৫ মিনিটের জন্য পরিষ্কার জল দিয়ে ক্ষত ধোয়ার পরে, বেটাডিন ইত্যাদির মতো অ্যান্টিসেপটিক প্রয়োগ করতে হবে। এছাড়া টিটেনাস এবং জলাতঙ্ক উভয়ের টিকা ২৪ ঘণ্টার মধ্যে নিতে হবে। কিছু মানুষ কুকুরের কামড়ের পরে ক্ষত সেলাই করেন, এমনটি করা উচিত নয়। এর পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিকও খেতে হবে। মনে রাখতে হবে যে, কুকুর কামড়ানোর পরে, নন-ভেজ এবং মশলাদার খাবার এড়ানো উচিত।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Dog Bite: কুকুর কামড়ালে ভুল করেও এই কাজটি করবেন না; চিকিৎসক কী বলছেন জেনে নিন এখনই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল