আরও পড়ুন: Kidney : কিডনির অসুখ বুঝতে দেরী করছেন না তো? দ্রুত এই বিষয়গুলি মানা শুরু করুন
হাইলাইটার মাস্ট: গালের হাইপয়েন্টসগুলোতে হাইলাইটার লাগাতেই হবে। গালের দু’পাশে লিকুইড হাইলাইটার দেওয়ার পর তার উপর পাউডার হাইলাইটার দেওয়া যায়। এতে হাইলাইটার আরও বেশি হাইলাইট করবে এবং দীর্ঘক্ষণ মেকআপ বজায় থাকবে।
advertisement
চিবুকের যত্ন: ফাউন্ডেশন এবং ব্রোঞ্জার বাছার ক্ষেত্রে ত্বকের স্বাভাবিক রঙের চেয়ে দু’ শেড গাঢ় নিতে হবে। ফর্সা হলে গোলাপি ঘেঁষা, মাঝারি বা চাপা গায়ের রঙ হলে একটু সোনালি ঘেঁষা নিলেই হবে। চিবুকে ফাউন্ডেশন লাগানো হয়ে গেলে অল্প একটু ব্রোঞ্জার আঙুলে নিয়ে চোয়ালের হাড় বরাবর লাগিয়ে হালকা হাতে ছোট স্ট্রোকে তা গালের সঙ্গে মিশিয়ে দিতে হবে।
ন্যুড মেকআপ: এখন মেকআপের জগতে একটা নতুন কনসেপ্ট হল ন্যুড মেকআপ। খুব ক্লাসি একটা লুক। সবসময় চড়া মেকআপ একদমই ভালো লাগে না। কিন্তু মেকআপ না করেও থাকা যায় না। এই একটু মেকআপের কনসেপ্ট থেকেই এসেছে ন্যুড মেকআপ। যেখানে মেকআপ হবে একদম হালকা। দেখে মনেই হবে না, আলাদা করে মেকআপ করা হয়েছে।
মেটালিক আইশ্যাডো: বিয়ে বাড়ি বা কোনও পার্টি থাকলে একটু চড়া মেকআপ করা হয়। সেই সময় লাগানো যায় মেটালিক আইশ্যাডো। এতে মুখে একটা ড্রামাটিক লুক আসে।
কনট্যুর: ভারী চেহারার প্রধান সমস্যা হলো জ-লাইন এবং চিক্।এই দুই অংশ আকর্ষণীয় করতে ব্যবহার করা যায় কনট্যুর। পার্টি বা জমকালো সাজের সঙ্গে অবশ্যই থাকুক ব্লাশার। সামান্য ব্লাশার চিক্-কে করে তুলবে নজরকাড়া।
ফেস পাউডার: যথাযথ মেকআপের পর হালকা হাতে মুখে বুলিয়ে নিতে হবে ফেস পাউডার। এমনকী মেকআপ না করেও এটা বুলিয়ে নিলেই স্কিন টোন বা দাগছোপ সব ঢেকে যাবে।
নো মেকআপ লুক: ভারী মেকআপ অনেকেই পছন্দ করেন না। তাঁদের জন্য আদর্শ নো মেকআপ লুক। এ জন্য কনসিলার ব্যবহারের পরামর্শ দিচ্ছেন এরিকা। তবে সেটা হতে হবে অবশ্যই ফাউন্ডেশনের চেয়ে এক শেড উজ্জ্বল। সাধারণত যাঁরা কনসিলার ব্যবহার করেন তাঁরা চোখের নিচে ত্রিভুজাকৃতি করে দেন। তার সঙ্গে ত্বকের বিভিন্ন জায়গাতেও লাগানো যায়।
আরও পড়ুন: Beard Care Tips: ঘন, কালো এক মুখ দাড়ির শখ? রোজ এই খাবার খেলেই তরতরিয়ে বাড়বে দাড়ি
নীল চোখ: মেকআপ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে চাইলে এর জুড়ি নেই। চোখের পাতায় লাল-নীল-গোলাপির মেদুর আহ্বান। যেন বিকেলের আকাশে রঙের খেলা নেমে আসবে চোখের পাতায়।
গোলাপি লিপস্টিক: লাল লিপস্টিক এখন ব্যাকডেটেড। বরং ঠোঁট রাঙুক গোলাপি লিপস্টিকে। মুক্তোর মতো আভা ছড়াবে ঠোঁট। গোলাপি ঘেঁষা ন্যুড লিপস্টিকও ইদানীং সমান জনপ্রিয়।