TRENDING:

Asthma Patients during Diwali: হাঁপানির সমস্যার জেরে কষ্ট হয় আতসবাজির দূষণে? রইল বাঁচার উপায়

Last Updated:

Asthma Patients during Diwali: যাঁরা হাঁপানি রোগী (Asthma Patients), যাঁদের শ্বাসকষ্টের সমস্যা আছে, তাঁদের জন্য এই দূষণ প্রাণান্তকর হয়ে দাঁড়ায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলোর উৎসব দীপাবলিতে (Diwali 2021)  নিষিদ্ধ হলেও পোড়ান হয় শব্দবাজি (Fire Crackers)৷ তার জন্য শব্দ দূষণ তো হয়ই ৷ এছাড়া যে কোনও আতসবাজি জন্য পরিবেশ দূষিত হয়৷ যাঁরা হাঁপানি রোগী (Asthma Patients), যাঁদের শ্বাসকষ্টের সমস্যা আছে, তাঁদের জন্য এই দূষণ প্রাণান্তকর হয়ে দাঁড়ায়৷
advertisement

যাঁরা হাঁপানির শিকার, তাঁদের কিছু সাবধানতা অনুসরণ করতে হবে দীপাবলির বেশ কিছু দিন আগে থেকেই৷ একদিকে আলোর উৎসবের প্রস্তুতি, অন্যদিকে দূষণ থেকে বাঁচার প্রস্তুতি নিতেই হবে৷

আরও পড়ুন : অপ্রস্তুত অবস্থা এড়াতে পেটের মেদ কমাতে চান? আজ থেকেই শুরু করুন এই নিয়মগুলি

তার আগে দেখে নেওয়া যাক কী কী ধরনের সমস্যা এ সময়ে সঙ্গী হয়৷ দীপাবলির পরবর্তী সময়ে অনেকেই অভিযোগ করেন, চোখ ও গলার সংক্রমণের ৷ এছাড়া শুকনো সর্দি এবং জ্বরের সমস্যা তো লেগেই থাকে৷ আতসবাজিতে থাকা বিষাক্ত রাসায়নিক থেকে যে দূষিত কণা এবং গ্যাস বেরিয়ে আসে, তার থেকে ব্রঙ্কাইটিস হয়৷ পাশাপাশি বেড়ে যায় সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ৷ ফলে সব মিলিয়ে, হাঁপানি থাকুক বা না থাকুক, দীপাবলির সময়ে দূষণ থেকে বাঁচতে অল্পবিস্তর সতর্কতা নিতে হবে সকলকেই৷

advertisement

আরও পড়ুন : আমাদের আনন্দ যেন ওদের কষ্টের কারণ না হয়; দীপাবলিতে পোষ্যকে সুরক্ষিত রাখুন এই উপায়ে!

অ্যাজমা, ব্রঙ্কাইটিস এবং অন্যান্য শ্বাসপ্রশ্বাস জনিত সমস্যায় দীপাবলীর বেশ কিছু দিন আগে থেকেই সতর্কতা নিতে হবে৷ যাঁদের সমস্যা আছে, তাঁদের এই সময়ে অযথা বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে৷ যদি একান্তই বেরতে হয়, তাহলে অ্যাজম্যাটিক রোগীদের এন-৯৫ মাস্ক পরতে হবে৷ এর ফলে বায়ুবাহিত কণা আটকে যাবে ৯৫ শতাংশ পর্যন্ত৷ সার্জিক্যাল মাস্ক কিন্তু পরা যাবে না৷

advertisement

আরও পড়ুন : গয়না ছাড়া আর কোন কোন জিনিস কিনতে পারেন ধনত্রয়োদশীতে

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

যদি কারও শ্বাসকষ্ট হয়, তাহলে সেই পরিস্থিতিতে সবথেকে সেরা হল ধোয়াঁচ্ছন্ন জায়গা থেকে দূরে সরে যেতে হবে৷ দরজা জানালা বন্ধ এমন কোনও ঘরে বসে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র চালিয়ে দিতে হবে৷ ইনহেলার নিয়েও সমস্যা থেকে রেহাই না পেলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে ৷ হাঁপানিরোগীরা তীব্র পরিবেশ দূষণের এই সময়ে বিরত থাকুন মদ্যপান থেকেও৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Asthma Patients during Diwali: হাঁপানির সমস্যার জেরে কষ্ট হয় আতসবাজির দূষণে? রইল বাঁচার উপায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল