TRENDING:

সামনেই দীপাবলি, এভাবেই শুরু করুন রূপটান

Last Updated:

সামনেই দীপাবলি, এভাবেই শুরু করুন রূপটান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এই দ্রুত চলতে থাকা জীবনে আমরা অনেকেই সময় পাই না, নিজেকে সাজিয়ে তোলার ৷ অফিসের চিন্তা, সমাজে চলা ইঁদুর দৌঁড়ে রূপের জৌলুস যেন কমতে চলেছে ৷ উৎসবেও কী এরকম চলবে? জৌলুস হারিয়ে যাওয়া মুখশ্রী নিয়েই কী কাটাবেন এবারের দীপাবলি?
advertisement

এক্কেবারেই নয় ৷ আর এ ব্যাপারে একেবারেই যাওয়ার দরকার নেই বিউটি পার্লারেও যাওয়ার ৷ বরং ঘরে বসেই সেরে নিতে পারেন রূপটান ৷ কী করবেন? পড়ে নিন বিশদে

১) প্রথমে মেপে নিন আপনার ডায়েট ৷ পুজোর আগের কটা দিন বরং বাইরে খাওয়া-দাওয়া থেকে নিজেকে দূরে রাখুন ৷ দিনে অন্তত ৭ থেকে ৮ গ্লাস জল খান ৷ তেল, মশলাজাতীয় খাবার না খাওয়াই ভালো ৷

advertisement

২) সকালে খালি পেটে এক টুকরো হলুদ খান ৷ সঙ্গে এক চামচ মধুও খেতে পারেন ৷

৩) জলে নিমপাতা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন ৷ স্নানের জলে সেই নিমপাতা ফোটানো জলটি মিশিয়ে ফেলুন ৷ অথবা রোজ বাইরে থেকে বাড়ি ফিরে নিমপাতা ফোটানো জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন ৷ দেখবেন এক সপ্তাহের মধ্যেই মুখ হয়ে উঠবে ঝকঝকে ৷

advertisement

৪) সাবান বা ফেসওয়াসের বদলে ব্যবহার করুন মুসুরির ডাল বাটা কিংবা বেসন ৷ এতে ত্বক উজ্জ্বল হবে ৷ কিংবা ব্যবহার করতে পারেন মুলতানি মাটি৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

৫) বাইরে বের হলে ব্যাগে রাখুন গোলাপ জল ৷ সুযোগ পেলেই গোলাপ জলে তুলো ভিজিয়ে মুখটা ভিজিয়ে নিন ৷ দেখবেন ফ্রেশ লাগবে ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
সামনেই দীপাবলি, এভাবেই শুরু করুন রূপটান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল