TRENDING:

নবজাতকের স্বাস্থ্যের পক্ষে যথাযথ, ভরসা স্তন্যদুগ্ধ থেকে তৈরি বেবিফুড!

Last Updated:

NeoLacta’s 100% Human Milk Products for Good Health for Babies: হিউম্যান মিল্ক থেকে তৈরি এই প্রডাক্ট নবজাতকদের মধ্যে ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। নবজাতকদের পরিপূর্ণ পুষ্টির জন্য এটি অত্যন্ত খুবই উপকারী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নিওল্যাক্টার (NeoLacta) প্রডাক্ট নবজাতক শিশুদের জন্য খুবই উপকারী। মানুষের দুধের থেকে তৈরি এই সংস্থার প্রডাক্ট সম্পূর্ণ নিউট্রিশন যুক্ত। নবজাতকদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে নিওল্যাক্টের প্রডাক্ট। নিওল্যাক্টা লাইফসায়েন্সের চিফ সায়েন্টিস্ট অফিসার ডা. বিক্রম রেড্ডি (Dr Vikram Reddy) জানিয়েছেন যে, এই প্রডাক্ট নবজাতকদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এটি তৈরি করা হয়েছে তাদের কথা মাথায় রেখেই। হিউম্যান মিল্ক থেকে তৈরি এই প্রডাক্ট নবজাতকদের মধ্যে ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। নবজাতকদের পরিপূর্ণ পুষ্টির জন্য এটি অত্যন্ত খুবই উপকারী।
Dinesh Karthik & Deepika Pallikal Credits NeoLacta’s 100% Human Milk Products for Good Health of Twins
Dinesh Karthik & Deepika Pallikal Credits NeoLacta’s 100% Human Milk Products for Good Health of Twins
advertisement

আরও পড়ুন-Bank Holidays in February 2022: ফেব্রুয়ারি মাসে এই দিনগুলিতে বন্ধ থাকছে ব্যাঙ্ক, জেনে নিন

ক্রিকেটার দীনেশ কার্তিক (Dinesh Karthik) এবং তাঁর স্ত্রী স্কোয়াশ তারকা দীপিকা পাল্লিকাল (Dipika Pallikal) তাঁদের যমজ সন্তানকে নিয়ে খুবই সমস্যার মধ্যে ছিলেন। তাঁদের যমজ সন্তানকে খাওয়ানো নিয়ে খুবই সমস্যার তৈরি হয়েছিল। কারণ তাঁদের বাচ্চারা বুকের দুধ ছাড়া আর কিছুই খেতে পারত না। এর ফলে দীনেশ কার্তিক ও তার স্ত্রী দীপিকা পাল্লিকাল তাঁদের যমজ সন্তানের স্বাস্থ্য এবং নিউট্রিশন নিয়ে খুবই চিন্তার মধ্যে ছিলেন। তাঁরা দু'জনেই ভাবছিলেন যে কীভাবে তাঁদের যমজ সন্তানকে সঠিক খাদ্য দেবেন যা তাদের পুষ্টি জোগাতে সাহায্য করবে। সেই সময়ে একজন ডাক্তার তাঁদের পরামর্শ দেন নিওল্যাক্টার প্রডাক্ট ব্যবহার করতে। কারণ নিওল্যাক্টা লাইফসায়েন্সে ডোনেটেড হিউম্যান মিল্ক নবজাতকদের নিউট্রিশন জোগাতে সাহায্য করে।

advertisement

দীনেশ কার্তিকের স্ত্রী দীপিকা পাল্লিকাল জানিয়েছেন, ‘‘আমার যমজ সন্তান থাকায় ব্রেস্টফিড করাতে খুবই সমস্যার সৃষ্টি হয়েছিল। কিন্তু আমার যমজ সন্তানরা বুকের দুধ ছাড়া আর কিছুই খেতে চাইত না। এর ফলে আমার যমজ সন্তানের স্বাস্থ্য নিয়ে আমাদের খুবই চিন্তা ছিল। কিন্তু ডাক্তারের পরামর্শে নিওল্যাক্টার প্রডাক্ট ব্যবহার শুরু করে আমরা খুবই উপকার পেয়েছি, কারণ এই প্রডাক্ট তৈরি করা হয় হিউম্যান মিল্ক দিয়েই। এর ফলে এর মধ্যে রয়েছে সম্পূর্ণ নিউট্রিশন।"

advertisement

আরও পড়ুন-Viral News: এক সঙ্গে আট বউকে নিয়ে সংসার ! কেমন আছেন এই যুবক ?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অন্য দিকে, দীনেশ কার্তিক জানিয়েছেন, ‘‘সঠিক সময়ে নিওল্যাক্টার খোঁজ পেয়ে আমাদের খুবই উপকার হয়েছে। আমার যমজ সন্তানের জন্য এটি খুবই উপকারী এবং স্বাস্থ্যসম্মত। একজন বাচ্চার জন্য সঠিক পুষ্টি খুবই গুরুত্বপূর্ণ। নবজাতকদের ছোটবেলা থেকেই পরিপূর্ণ ডায়েট দরকার, যাতে তাদের সঠিক বিকাশ ঘটে। নিওল্যাক্টার প্রোডাক্টের মাধ্যমে বাচ্চাদের সঠিক বিকাশ ঘটানো সম্ভব। এটি ১০০ শতাংশ স্বাস্থ্যকর।"

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
নবজাতকের স্বাস্থ্যের পক্ষে যথাযথ, ভরসা স্তন্যদুগ্ধ থেকে তৈরি বেবিফুড!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল