Bank Holidays in February 2022: ফেব্রুয়ারি মাসে এই দিনগুলিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক, জেনে নিন

Last Updated:
Bank Holidays in February 2022: ফেব্রুয়ারিতে সারা দেশজুড়ে মোট ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ তাই ব্যাঙ্ক যাওয়ার আগে অবশ্যই জেনে নিন কবে কবে বন্ধ থাকছে ৷
1/5
ফেব্রুয়ারিতে সারা দেশজুড়ে মোট ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ তাই ব্যাঙ্ক যাওয়ার আগে অবশ্যই জেনে নিন কবে কবে বন্ধ থাকছে ৷ Representational Image
ফেব্রুয়ারিতে সারা দেশজুড়ে মোট ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ তাই ব্যাঙ্ক যাওয়ার আগে অবশ্যই জেনে নিন কবে কবে বন্ধ থাকছে ৷ Representational Image
advertisement
2/5
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্যালেন্ডার অনুযায়ী, বিভিন্ন রাজ্যের ছুটি দেখলে সেই সংখ্যাটা এক এক রকম হয় ৷ ব্যাঙ্ক ছুটির আগে ও পরের দিনগুলিতে অত্যাধিক বেশি ভিড় হয় ৷ তাই ভিড় এড়াতে ব্যাঙ্কের ফেব্রুয়ারি মাসের ছুটির তালিকা দেখে নিন ৷ Representational Image
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্যালেন্ডার অনুযায়ী, বিভিন্ন রাজ্যের ছুটি দেখলে সেই সংখ্যাটা এক এক রকম হয় ৷ ব্যাঙ্ক ছুটির আগে ও পরের দিনগুলিতে অত্যাধিক বেশি ভিড় হয় ৷ তাই ভিড় এড়াতে ব্যাঙ্কের ফেব্রুয়ারি মাসের ছুটির তালিকা দেখে নিন ৷ Representational Image
advertisement
3/5
 ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্ক ছুটির তালিকা ২ ফেব্রুয়ারি : সোনম লোচার (Sonam Lhochhar) উত্সব, গ্যাংটকে(সিকিম)। ৫ ফেব্রুয়ারি : সরস্বতী পুজো/ শ্রী পঞ্চমী/ বসন্ত পঞ্চমী। আগরতলা, ভুবনেশ্বর ও কলকাতায় ব্যাঙ্ক বন্ধ। ১৫ ফেব্রুয়ারি : মহম্মদ হজরত আলি/লুই-নাগাই-নি'র (Mohammad Hazrat Ali/Louis-Nagai-Ni) জন্মবার্ষিকী। ইম্ফল, কানপুর এবং লখনউতে ব্যাঙ্ক বন্ধ। Representational Image
ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্ক ছুটির তালিকা ২ ফেব্রুয়ারি : সোনম লোচার (Sonam Lhochhar) উত্সব, গ্যাংটকে(সিকিম)। ৫ ফেব্রুয়ারি : সরস্বতী পুজো/ শ্রী পঞ্চমী/ বসন্ত পঞ্চমী। আগরতলা, ভুবনেশ্বর ও কলকাতায় ব্যাঙ্ক বন্ধ। ১৫ ফেব্রুয়ারি : মহম্মদ হজরত আলি/লুই-নাগাই-নি'র (Mohammad Hazrat Ali/Louis-Nagai-Ni) জন্মবার্ষিকী। ইম্ফল, কানপুর এবং লখনউতে ব্যাঙ্ক বন্ধ। Representational Image
advertisement
4/5
 ১৬ ফেব্রুয়ারি : গুরু রবিদাস জয়ন্তী (Guru Ravidas Jayanti)। পঞ্জাবের চণ্ডীগড়ে ওই দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৮ ফেব্রুয়ারি : দোলযাত্রার কারণে কলকাতায় ব্যাঙ্ক বন্ধ। (যদিও ক্যালেন্ডার অনুযায়ী, ১৮ মার্চ দোলযাত্রা পড়েছে)। ১৯ ফেব্রুয়ারি : ছত্রপতি শিবাজি মহারাজ জন্মজয়ন্তী (Chhatrapati Shivaji Maharaj's Jayanti)। বেলাপুর, মুম্বই ও নাগপুরে ব্যাঙ্কে ছুটি।
১৬ ফেব্রুয়ারি : গুরু রবিদাস জয়ন্তী (Guru Ravidas Jayanti)। পঞ্জাবের চণ্ডীগড়ে ওই দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৮ ফেব্রুয়ারি : দোলযাত্রার কারণে কলকাতায় ব্যাঙ্ক বন্ধ। (যদিও ক্যালেন্ডার অনুযায়ী, ১৮ মার্চ দোলযাত্রা পড়েছে)। ১৯ ফেব্রুয়ারি : ছত্রপতি শিবাজি মহারাজ জন্মজয়ন্তী (Chhatrapati Shivaji Maharaj's Jayanti)। বেলাপুর, মুম্বই ও নাগপুরে ব্যাঙ্কে ছুটি।
advertisement
5/5
এই দিনগুলি বাদে, ৬, ১৩, ২০ ও ২৭ ফেব্রুয়ারি রবিবার পড়েছে। আর ১২ এবং ২৬ ফেব্রুয়ারি দ্বিতীয় এবং চতুর্থ শনিবার। তাই ওই দিনগুলোতেও বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ Representational Image
এই দিনগুলি বাদে, ৬, ১৩, ২০ ও ২৭ ফেব্রুয়ারি রবিবার পড়েছে। আর ১২ এবং ২৬ ফেব্রুয়ারি দ্বিতীয় এবং চতুর্থ শনিবার। তাই ওই দিনগুলোতেও বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ Representational Image
advertisement
advertisement
advertisement