TRENDING:

এক সপ্তাহে একশো বার স্ট্রোক! বৃদ্ধকে বাঁচালেন চিকিৎসকরা, জানুন উপসর্গ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: এক সপ্তাহের মধ্যে একশো বার স্ট্রোকে আক্রান্ত হলেন ৬৫ বছরের এক বৃদ্ধ৷ শেষ পর্যন্ত বৃদ্ধের প্রাণ বাঁচাতে মস্তিষ্কে অস্ত্রোপচার করলেন দিল্লির চিকিৎসকরা৷ যার ফলে নতুন করে আর স্ট্রোকে আক্রান্ত হননি ওই বৃদ্ধ৷ ইন্ট্রাক্র্যানিয়াল স্টেনটিংয়ের মাধ্যমে বৃদ্ধের মস্তিষ্কের ভিতরে থাকা ধমণীর ব্লকেজ সরাতেও সক্ষম হন চিকিৎসকরা৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

জানা গিয়েছে, এক সপ্তাহের মধ্যে একশো বারের বেশি ট্রানসিয়েন্ট ইসেমিক অ্যাটাক (টিআইএ) অথবা মিনি স্ট্রোকে আক্রান্ত হন ওই বৃদ্ধ৷ এর পরেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে৷ গত প্রায় ৬ মাস ধরে ডান দিকের হাত এবং পায়ে দুর্বলতা, কথা বলা এবং বোঝার সমস্যায় ভুগছিলেন ওই বৃদ্ধ৷

আরও পড়ুন: রাত বাড়তেই জ্যোতিপ্রিয়র বাড়িতে আরও কেন্দ্রীয় বাহিনী! কী ঘটবে, তুঙ্গে জল্পনা

advertisement

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ওই বৃদ্ধের নাম নিওয়াশ জোহার৷ তিিন উত্তর প্রদেশের হাপুরের বাসিন্দা৷ হাত-পায়ে দুর্বলতা, কথা বলার সমস্যা দেখা দেওয়ার পর একের পর এক চিকিৎসকের দ্বারস্থ হন তিনি৷ কিন্তু কোনও চিকিৎসকই প্রকৃত সমস্যাকে চিহ্নিত করতে পারেননি৷

স্ট্রোকের কী কী লক্ষণ-

  • মুখ, হাত, পা অথবা শরীরের একপাশ অবশ হয়ে যাওয়া৷
  • advertisement

  • কথা জড়িয়ে যাওয়া অথবা অন্যের কথা বুঝতে অসুবিধা হওয়া৷
  • একটি অথবা দুই চোখেই আচমকা অন্ধত্ব বা দৃষ্টিশক্তির সমস্যা৷
  • চলাফেরায় ভারসাম্যের সমস্যা৷

শেষ পর্যন্ত দিল্লির একটি নামী বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা ওই বৃদ্ধের সমস্যাকে ধরতে পারেন৷ ওই চিকিৎসকদের মতে, অতিরিক্ত ধুমপানের ফলে তাঁর শিরাগুলি শুকিয়ে গিয়েছিল৷ যার জেরে রক্ত প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছিল৷ যার জেরে শরীরে অক্সিজেন এবং রক্ত সরবরাহে ঘাটতি তৈরি হওয়ায় পরের পর স্ট্রোকে আক্রান্ত হচ্ছিলেন ওই ব্যক্তি৷

advertisement

বিনিত বাঙ্গা নামে এক চিকিৎসকের কথায়, প্রথম দিকে প্রতি সপ্তাহে এক থেকে দু বার স্ট্রোকে আক্রান্ত হতেন ওই বৃদ্ধ৷ ধীরে ধীরে প্রতিদিনই একাধিকবার স্ট্রোকে আক্রান্ত হতে থাকেন তিনি৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

চিকিৎসকদের মতে, স্ট্রোকে আক্রান্ত হয়েছেন অথবা হন যাঁরা, তাঁদের চিকিৎসকদের সঙ্গে কথা বলে এক লক্ষণ এবং উপসর্গগুলি সম্পর্কে সচেতন হওয়া উচিত৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
এক সপ্তাহে একশো বার স্ট্রোক! বৃদ্ধকে বাঁচালেন চিকিৎসকরা, জানুন উপসর্গ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল