দীপিকার ফিটনেস রুটিন কীরকম, আজ সেটাই জেনে নেওয়া যাক। মেনে চললে আমাদের সবারই লাভ বই ক্ষতি নেই!
আরও পড়ুন-ক্যানাল সাউথ রোডে গৃহপ্রবেশ হল তৃণমূলের নয়া দফতরের
পিলাটিজ
নিজেকে ফিট রাখতে নিয়মিত পিলাটিজ করেন দীপিকা। তাঁর প্রশিক্ষক জেসমিন করাচিওয়ালা বলেছেন যে দীপিকার শারীরিক গঠন পিলাটিজের জন্য আদর্শ।
advertisement
রিফরমার মেশিন
রিফরমার মেশিনে ওয়ার্কআউট করতে ভালোবাসেন তিনি। এ ছাড়াও বিভিন্ন মেশিন তিনি ব্যবহার করেন। তার মধ্যে রয়েছে ক্যাডিল্যাক, উনডা চেয়ার, কোর অ্যালাইন, এমওটিআর, বোধি বা ম্যাট।
পরিমিত খাওয়া-দাওয়া
দীপিকার খাওয়া-দাওয়া নিয়েও প্রশংসায় পঞ্চমুখ তাঁর প্রশিক্ষক জেসমিন। তিনি বলেছেন যে দীপিকা খুব বুঝে শুনে খাওয়া-দাওয়া করেন। তিনি নিক্তি মেপে ঠিক ততটাই খান যতটা খেলে তাঁর পেট ভরে যায়।
বিভিন্ন রকমের ওয়ার্কআউট
প্রতিদিন একই রকমের ওয়ার্কআউট করেন না দীপিকা। তার পরিবর্তে তিনি বেশি গুরুত্ব দেন স্বাস্থ্যকর জীবনযাত্রার উপর। এছাড়া তিনি প্রতিবার পাল্টে পাল্টে ওয়ার্কআউট করতে ভালোবাসেন।
আরও পড়ুন-সাত পাকে বাঁধা পড়লেন লালজী, হানিমুনে কোথায় যাবেন অরুণ-বুলবুল?
ধারাবাহিকতা ও অধ্যাবসায়
এই দুটোই রয়েছে তাঁর মধ্যে। তিনি প্রত্যেকটা কাজ খুব মন দিয়ে করেন। সেই কাজ খুব ছোট হলেও তিনি সেখানে নিজের অধ্যবসায় দেখান। একটি সাক্ষাৎকারে দীপিকা নিজেই বলেছেন এই কথা। তিনি জানিয়েছেন যে দশ মিনিটের হাঁটা হোক, বেড়ানো হোক বা স্ত্রেচিং হোক, সবটাই তাঁর কাছে সমান গুরুত্বপূর্ণ।
মিষ্টি মুখ
দীপিকার হাসি এত মিষ্টি কেন? ভক্ত হিসাবে যদি এই প্রশ্ন করা হয়, তাহলে তার উত্তর হবে এই যে নায়িকা মিষ্টি-অন্ত প্রাণ। কিন্তু মিষ্টি খেলেও সঠিক সময়ে সঠিক ওয়ার্কআউট করেন বলে কখনওই বাড়তি মেদ জমে না তাঁর শরীরে।