এবার সেই পাহাড়ের কোলে বসে প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে সুস্বাদু মোমো খেতে হলে আপনাকে আসতেই হবে দার্জিলিংয়ের বুকে অন্যতম এক জনপ্রিয় জায়গা রংটংয়ে। এখানে এলে মোমো খেতে খেতে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয় হঠাৎ করেই আপনার সামনে এসে দাঁড়িয়ে পড়বে, ঐতিহ্যবাহী টয় ট্রেন। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
advertisement
কারণ প্রতিনিয়ত এই রংটংয়ের রাস্তা হয়েই শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে ছুটে চলে টয়ট্রেন, সেই অর্থেই দার্জিলিং হিমালয়ান রেলওয়ের এক অন্যতম নিদর্শন হল রংটং স্টেশন, আর সেই স্টেশনের ধারেই গড়ে উঠেছে ছোট্ট ছোট্ট মোমোর দোকান। স্থানীয় এক বাসিন্দা বলেন, একদম স্টেশনের প্ল্যাটফর্মের পাশে বসে মোমো খেতে খেতে প্রকৃতির মাঝে এই টয়ট্রেনের আনন্দ উপভোগ করতে প্রতিনিয়ত এখানে ছুটে আসে পর্যটকেরা। এখানে এলে নিমিষেই মন ভাল হয়ে যাবে। তাহলে আর দেরি কিসের আপনিও যদি মোমো প্রেমী হন, তাহলে পাহাড় মোমো এবং ঐতিহ্যবাহী টয়ট্রেন এই তিনটি জিনিসের কম্বো প্যাকেজ আপনি পেয়ে যাবেন দার্জিলিংয়ের বুকে অতি পরিচিত সকলের পছন্দের জায়গা রংটংয়ে।
তাই আর দেরি না করে ছুটির দিনে বা উইকেন্ডে নিজের পরিবার বা বন্ধু-বান্ধবদের নিয়ে চলে মোমো খেতে খেতে পাহাড়কে উপভোগ করতে চলে আসুন রংটংয়ের এই ঐতিহ্যবাহী জায়গায়।
সুজয় ঘোষ