এই সমস্যা দূর করতে এবার শীতে সঙ্গে থাক নিম এবং তুলসির হেয়ার প্যাক, দেখে নেওয়া যাক ঠিক কী করতে হবে।
আরও পড়ুন: দাঁতে দাঁত লাগানো ঠান্ডা দার্জিলিংয়ে, তাপমাত্রা হিমাঙ্কের নীচে! ছবি দেখলেই ঠান্ডা লাগছে যেন
উপাদান
১ টেবিল চামচ নিমপাতা গুঁড়ো
১ টেবিল চামচ তুলসিপাতা গুঁড়ো
১ টেবিল চামচ মধু
advertisement
১ টেবিল চামচ অ্যালোভেরা জেল
পদ্ধতি
একটি পাত্রে নিমপাতা ও তুলসি পাতার গুঁড়ো, মধু এবং অ্যালোভেরা জেল মিশিয়ে এই মিশ্রণটি স্ক্যাল্পে লাগাতে হবে।
এটি স্ক্যাল্পে ১৫ থেকে ২০ মিনিটের জন্য রেখে দিয়ে জল দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে।
সপ্তাহে দুবার এই হেয়ার প্যাক লাগালে খুশকির সমস্যা অনেকাংশে কমে যাবে।
মনে রাখতে হবে
স্ক্যাল্পের বদলে যদি চুলে এই হেয়ার প্যাক লাগাতে হয় তাহলে আগে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নেওয়া উচিত। এই হেয়ার প্যাক চুলকে গভীর ভাবে ময়েশ্চারাইজিং এবং কন্ডিশনিং করে। যদি এটি লাগানোর সঙ্গে সঙ্গে চুল ধুয়ে ফেলা হয় তবে এই হেয়ার প্যাকের সুবিধা কম পাওয়া যাবে।
আরও পড়ুন: তুঙ্গে বিয়েবাড়ির প্রস্তুতি, চলছে মাছ ভাজা-মাংসে দই মাখানো! হঠাৎ সবাই উধাও, কী হল শুধু জানুন
তুলসি ও নিমের হেয়ার প্যাকের উপকারিতা
এই হেয়ার প্যাকে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে। যদি স্ক্যাল্পে খুশকি থাকে তাহলে এই প্যাকটি লাগালে তা কমে যাবে।
যদি স্ক্যাল্পে প্রচুর চুলকানি হয়, তবে এই ধরনের হেয়ার প্যাক লাগালে তাও কমে যাবে।
চুলে উজ্জ্বলতার পাশাপাশি এই প্যাক চুলের গোড়া মজবুত করবে এবং চুল পড়ার সমস্যাও কমবে।
যদি চুল সময়ের আগেই সাদা হয়ে যায়, অর্থাৎ অকাল্পক্কতা দেখা দেয় তাহলে তুলসি ও নিম ব্যবহারে অনেকটাই কাজে দেবে। অবশ্য তার মানে এই নয় যে এতে চুলের রঙ কালো হবে, কিন্তু এই প্যাকে চুল সাদা হওয়ার গতি কমে যাবে। অর্থাৎ আগের চেয়ে চুল অনেক কম পাকবে।
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)