চুল পড়ার সমস্যা মেটাবে
আজকাল চুল পড়ার সমস্যা প্রায় ঘরেঘরেই। চুল পড়া কমাতে দামি তেল–শ্যাম্পু ব্যবহার করেন অনেকে। তবে শ্যাম্পুর বদলে কয়েকদিন টক দই ব্যবহার করলে এই সমস্যা অনেকটাই কমবে।
আরও পড়ুন: নীরবেই দানা বাঁধে প্রস্টেট ক্যানসার, এই এক লক্ষণ দেখলেই পুরুষরা সাবধান! মৃত্যুর হার বাড়ছে
চুল লম্বা হবে
advertisement
টক দই ব্যবহার করলে চুলও লম্বা হতে পারে। কারণ টক দইয়ে রয়েছে ভিটামিন বি, জিঙ্ক। চুলের বৃদ্ধিতে এই উপাদানগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
চুল ঝলমলে করবে
চুলও মাঝেমাঝে ভীষণ রুক্ষ হয়ে যায়। চুলের এই শুষ্কভাব দূর করতে ব্যবহার করতে পারেন টক দই। চুল নরম এবং মসৃণ করতে টক দইয়ের জুড়ি মেলা ভার।
আরও পড়ুন: দেশের সেরা ৫ ইঞ্জিনিয়ারিং কলেজ, পাশ করলেই কোটি টাকার প্যাকেজে চাকরি! টপাররা দেখে রাখুন
কীভাবে ব্যবহার করবেন টক দই?
দই দিয়ে বিভিন্নভাবে হেয়ার প্যাক বানানো যায়। ডিমের কুসুম আর এক বাটি দই ভাল করে মিশিয়ে চুলের গোড়ায় ভাল করে মেখে অপেক্ষা করুন ৪৫ মিনিট। তারপর চুল ধুয়ে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২ দিন ব্যবহার করলে উপকার পাওয়া যাবে।