শশার উপকারিতা
হাইড্রেশন
শশার উপকারিতা বহু ৷ তার মধ্যে অন্যতম হল শশা শরীরকে আর্দ্র রাখে ৷ শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রার ভারসাম্য নিয়ন্ত্রিত হয় তার ফলে ৷ হাইড্রেশনের প্রভাব পড়ে মেটাবলিজমের উপরও ৷ ৯৬ শতাংশই জলে পূর্ণ হওয়ায় আমাদের প্রয়োজনীয় জলের প্রায় পুরোটাই মেটায় শশা ৷
advertisement
ওজন হ্রাস
একাধিক উপায়ে ওজন কমাতে সাহায্য করে শশা ৷ প্রথমত শশায় ক্যালরি প্রায় নেই বললেই চলে ৷ তাই ডায়েটে প্রচুর শশা রাখলেও ওজন বেড়ে যাওয়ার ভয় থাকে না ৷
অ্যান্টি অক্সিড্যান্ট
অক্সিডেটিভ স্ট্রেস শরীরে ক্যানসার, হৃদরোগ, ফুসফুসের সমস্যা-সহ একাধিক অসুখের কারণ হয় ৷ শশায় প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট আছে ৷ ফলে এই সমস্যাগুলিতে শশা খুবই কার্যকর ৷
পুষ্টিমূল্য
শশায় ক্যালরি নেই ৷ কিন্তু তার পরিবর্তে আছে প্রচুর ভিটামিন ও মিনারেল ৷ তাছাড়া জল তো আছেই৷ তবে শশার খোসা ছাড়িয়ে খেলে বেশিরভাগ উপাদানই বেরিয়ে যায় ৷ তাই সম্ভব হলে শশা খান খোসাসমেতই ৷
আরও পড়ুন : নবাবি শহরে দরজা খুলছে নতুন প্রাসাদের! শীতের ছুটিতে মুর্শিদাবাদ যাওয়ার আগে জানুন এখানকার নতুন আকর্ষণ
অনেকেই মনে করেন শশা শুধুমাত্র গরমে খাওয়ার ফল। সেটা কিন্তু একেবারেই ঠিক নয়। বারোমেসে ফল শশা নিশ্চিন্তে খান শীতেও। এই মরশুমে শশা খেয়ে শরীর ঠান্ডা করার দরকার না পড়লেও এই ফলের অন্যান্য শারীরিক গুণ কিন্তু অটুট থাকে।