কাকে বলে প্লাজমা থেরাপি?
কোভিড মুক্ত হয়েছেন যাXরা তাঁদের শরীরে রোগপ্রতিরোধক অ্যান্টিবডি তৈরি হয়। প্লাজমা হল রক্তের সেই উপাদান যা ভাইরাস-সংঘটিত অ্যান্টিবডিগুলি ধারণ করে। এটি অনেকটা রক্তদানের মতোই, তবে একই প্লাজমা রক্ত থেকে পৃথক হয়ে যায় এবং অবশিষ্ট রক্ত আপনার শরীরে স্থানান্তরিত করা যায় যাতে যে প্লাজমা দিচ্ছে তাঁর শরীরে রক্তের ঘাটতি না হয়।। পদ্ধতিটি সম্পূর্ণ সুরক্ষিত এবং দাতা এখানে কোনও ব্যথা, অসুস্থতা বা মাথা ঘোরা অনুভব করে না।
advertisement
কনভ্যালেসেন্ট প্লাজমা আসলে কী?
কনভ্যালেসেন্ট প্লাজমা হল রক্তের সেই তরল অংশ যা রোগীদের কাছ থেকে সংগ্রহ করা হয় যেগুলি সার্স-সিওভি -২ ভাইরাস দ্বারা সৃষ্ট করোনাভাইরাস রোগ। আগেই বলা হয়েছে যে কোভিড রোগীদের শরীরে ভাইরাসের বিরুদ্ধে রক্তে অ্যান্টিবডি তৈরি হয়। অ্যান্টিবডিগুলি হল এমন প্রোটিন যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে।
কারা কারা এই কনভ্যালেসেন্ট প্লাজমা দেওয়ার উপযোগী?
আপনি এই প্লাজমা দিতে পারেন যদি-
১. ১৮-৬০ বছরের মধ্যে আপনার বয়স হয়। মহিলাদের ক্ষেত্রে আঠেরো বছরের উপরে বয়স হলেই হবে। তবে গর্ভবতী হলে চলবে না।
২. ওজন হতে হবে ৫০ কেজির বেশি।
৩. এর আগে কোভিড টেস্ট পজিটিভ হয়েছে।
৪. কোভিড নেগেটিভ হয়েছেন এবং বিগত ১৪ দিনে আপনার কোনও উপসর্গ নেই।
৫. রক্ত দেওয়ার অন্যান্য পরীক্ষায় আপনি পাশ করেছেন এবং রক্তে সংক্রমিত হওয়ার মতো কিছু পাওয়া যায়নি।
কার সঙ্গে যোগাযোগ করতে হবে?
ব্লাড ব্যাঙ্ক আছে এমন হাসপাতালে যোগাযোগ করতে হবে।