TRENDING:

CoochBehar News: প্রাচীন রীতি মেনে দেবী প্রতিমা হয় বিশালাকারের, শতাধিক বছরের কালীপুজো ঘিরে ভক্তদের ভিড়

Last Updated:

CoochBehar News: প্রায় ১০০ বছরের ও বেশি সময় আগে মূল মেলার ও পুজোর সূচনা হয়েছিল ওপার বাংলায়। তারপর এইখানে ১৩৫৯ সালে এই মন্দির স্থাপন হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সার্থক পণ্ডিত, বামনহাট: জেলা কোচবিহারের সীমান্ত লাগোয়া মহকুমা দিনহাটা। আর এই দিনহাটা মহকুমার বামনহাট এলাকায় মাধাইখালের কালী পুজো ও মেলা আয়োজন হয় প্রতিবছর। মেলা চলে একটানা ১৫ দিন পর্যন্ত। এই কালী ধামে ভদ্রকালী মাতার পাশাপাশি পুজো করা হয় দক্ষিণা কালী মাতা, মা মাধাই, মা শীতলা, মা মনসা, শ্রী শ্রী হরি, শ্রী যকা এবং মাশান বাবার। সন্ন্যাসী পুজো ও পাগলাপীরের পুজোও করা হয়ে থাকে এই মন্দির চত্বরে। স্থানীয় মানুষের কথায়, ‘‘বর্তমান সময়ে এই পুজো উপলক্ষে যে মেলা বসতে দেখা যায় এখানে। এই মেলা দিনহাটা মহকুমার সবচেয়ে বড় গ্রামীণ মেলা।’’
advertisement

পুজো উপলক্ষে মন্দিরে আগত এক সাধু অরবিন্দ ব্রজবাসী জানান, ‘‘প্রায় ১০০ বছরেরও বেশি সময় আগে মূল মেলার ও পুজোর সূচনা হয়েছিল। এই সূচনা হয় ওপার বাংলায়। পরবর্তীতে দেশভাগের পর সেই পুজো ও মেলার উদ্যোক্তাদের একাংশ চলে আসেন ভারতে। এরপর ১৩৫৯ বঙ্গাব্দে বামনহাট পাথরশন গ্রামে তৈরি হয় এই কালী মন্দির।” মেলায় আগত ব্যবসায়ী নৃপেন দেবনাথ জানান, “শতাধিক বছর আগে ব্রিটিশ আমলে অর্থাৎ, অবিভক্ত ভারতে (অধুনা বাংলাদেশ) নাকেশ্বরীর মাধাইখাল গ্রামে প্রথম সূচনা হয় এই পুজো ও মেলার। সেখানে এই একই তিথিতে এখনোও মায়ের পুজো ও মেলার আয়োজন হয়।”

advertisement

আরও পড়ুন : রয়্যাল বেঙ্গল বাঘের সঙ্গে মুখোমুখি লড়াইয়েও ঘোচেনি অভাব! তিন মেয়েকে নিয়ে অকূল পাথারে গণেশ শ্যামল

পুজোয় আগত এক ভক্ত সান্ত্বনা বর্মন বলেন, “প্রাচীন প্রথা অনুসারে এখানে দেবী প্রতিমা হয় বিশালাকার। প্রতিবছর নতুন করে মাটি দিয়ে কালী প্রতিমা তৈরি করা হয়। মেলায় আলু-পটল থেকে শুরু করে মনিহারি, রকমারি, জামা-কাপড় সব জিনিসপত্রই পাওয়া যায়। এছাড়াও মেলায় বসতে দেখা যায় সার্কাস ও নাগরদোলা। পাশাপাশি, রয়েছে প্রাথমিক চিকিৎসা-সহ কড়া পুলিশি নজরদারির ব্যবস্থা। দিনহাটা মহকুমার একেবারে সীমান্ত লাগোয়া প্রান্তিক এলাকায় এই মেলা গোটা জেলার মানুষের আকর্ষণ।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় খড়ের গহনা সজ্জায় প্রতিমা সহ নানা চমক দিতে প্রস্তুত এই ক্লাব
আরও দেখুন

জেলার বাইরে থেকেও বহু মানুষ আসেন এই পুজো দেখতে। বাইরে থেকে প্রচুর সাধু-সন্ন্যাসীও আসেন এই পুজোয়। মেলায় আসে প্রচুর দোকানপাট এবং নাগরদোলা। বহু মানুষও আসেন এই মেলার আনন্দে মেতে উঠতে।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
CoochBehar News: প্রাচীন রীতি মেনে দেবী প্রতিমা হয় বিশালাকারের, শতাধিক বছরের কালীপুজো ঘিরে ভক্তদের ভিড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল