এমন কথা শুনলে অনেকেই খুশি হবেন ৷ বিশেষ করে বেসরকারি অফিসের কর্মীরা তো বটেই ৷ কারণ প্রত্যেকদিন আট-নয় ঘণ্টার শিফট করার কথা থাকলেও অধিকাংশ সময়েই সেটা গিয়ে দাঁড়ায় ১০-১২ ঘণ্টায় ৷ কখনও কখনও আবার তার থেকেও বেশি ৷ যা অত্যন্ত ক্লান্তিকর যে কোনও মানুষের পক্ষেই ৷ আর কোনও উপায় নেই বলে চাকরিজীবীদের এভাবেই দিনর পর দিন কেটে যাচ্ছে ৷ কিন্তু খুব তাড়াতাড়ি তাদের সেই দুঃসময় কাটতে চলেছে বলে জানিয়েছেন জ্যাক মা ৷
advertisement
গেটওয়ে-১৭ কনফারেন্সে নিউজ চ্যানেল সিএনবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে জ্যাক মা বলেন, ‘‘ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স আগামী দিনে মানুষের জীবন অনেক সহজ করে দেবে। আমি মনে করি আগামী ৩০ বছরের মধ্যে মানুষ মাত্র চার ঘণ্টা কাজ করবে আর সেটাও সপ্তাহে মাত্র চার দিন। আমি মনে করি মানুষের মতো যন্ত্র বানানো উচিৎ নয়। বরং এমন যন্ত্র বানানো উচিৎ যা দিয়ে সম্ভব হবে সেই কাজ যা মানুষ করতে পারে না।’
জ্যাক মা মনে করেন, আগামী দিনে যন্ত্র মানুষকে নয়, মানুষই যন্ত্রকে নিয়ন্ত্রণ করবে। একই সঙ্গে তাঁর বিশ্বাস, প্রযুক্তির আরও বেশি উন্নতি অনেক সমস্যা তৈরি করবে। এমনকি যুদ্ধও। প্রযুক্তির মাত্রাতিরিক্ত উন্নতি ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’-এর কারণ হলে তাতে অবাক হওয়ার মতো কিছু থাকবে না বলেই মনে করেন তিনি ৷