TRENDING:

রাত পেরোলেই বড়দিন, আপনি রেডি তো!

Last Updated:

‘জিঙ্গল বেল, জিঙ্গল বেল, জিঙ্গল অল দ্য ওয়ে’ আর আপনি আছেন কোথায়? অফিসের কম্পিউটারে মুখ গুজে, নাকি অঙ্ক কষছেন ব্যবসায় লাভ-ক্ষতি ! রাত পেরলেই বড়দিন ৷ উৎসব, আমেজের মধ্যে দিয়ে ধীরে ধীরে নতুন বছরে এগিয়ে যাওয়া ৷ তাই হাতের কাজ চটজলদি সেরে নিয়ে নেমে পড়ুন উৎসবের আমেজে গা ভাসাতে ৷ লাস্ট মিনিট সাজেশনে জেনে নিন, কী করে জমজমাট বানাতে পারেন আপনার ক্রিসমাস !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ‘জিঙ্গল বেল, জিঙ্গল বেল, জিঙ্গল অল দ্য ওয়ে’ আর আপনি আছেন কোথায়? অফিসের কম্পিউটারে মুখ গুজে, নাকি অঙ্ক কষছেন ব্যবসায় লাভ-ক্ষতি ! রাত পেরলেই বড়দিন ৷ উৎসব, আমেজের মধ্যে দিয়ে ধীরে ধীরে নতুন বছরে এগিয়ে যাওয়া ৷ তাই হাতের কাজ চটজলদি সেরে নিয়ে নেমে পড়ুন উৎসবের আমেজে গা ভাসাতে ৷ লাস্ট মিনিট সাজেশনে জেনে নিন, কী করে জমজমাট বানাতে পারেন আপনার ক্রিসমাস !
advertisement

অফিসের জামাকাপড় ছেড়ে, গায়ে তুলুন লাল রঙের শার্ট অথবা পুলওভার শোয়েটার ৷ বাড়ি ফিরত স্টেশনারি দোকান থেকে কিনে ফেলুন ক্রিসমাস টুপি ৷ সাজগোজে আনুন ক্রিসমাস টাচ !

আজ না হয় বাড়িতে ঢুকুন দেরি করে, প্রিয় মানুষকে ডেকে নিন পার্কস্ট্রিটে ৷ মেতে উঠুন ক্রিসমাসের আনন্দে ৷

আগে থেকেই ফোনে বুকিং করে নিতে পারেন রেস্তোরাঁর টেবিল ৷ ইচ্ছে করলে রোড সাইডফুড দিয়েই সেরে ফেলেত পারেন বড়দিনের খাওয়া দাওয়া ৷

advertisement

কেক কিন্তু মাস্ট ৷ ঢুঁ মারুন ফ্লুরিস কিংবা ফ্রেঞ লোফে-তে ৷

বরিস্তা কিংবা সিসিডিতে কফির কাপে ঝড় তুলুন ৷

ঘুরে আসুন অ্যালেন পার্কের ক্রিসমাস কারনিভ্যালে ৷

পার্কস্ট্রিটের রাস্তার দুধারে ফাস্টফুডের পসরা ৷ ট্রাই করুন মোমো, বেকন, সসেজ কিংবা ফিশ ফ্রাই, চিকেন কাটলেট ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শহরের সবচেয়ে বড় ক্রিসমাস ট্রি-এর সামনে সেলফি তুলতে ভুলবেন না ৷ আমাদের তরফ থেকে রইল ক্রিসমাসের শুভেচ্ছা ৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
রাত পেরোলেই বড়দিন, আপনি রেডি তো!