TRENDING:

Christmas 2024: প্রিয়জনের সঙ্গে বড়দিন উদযাপন করুন IHCL-এর হোটেলে, থাকছে জিভে জল আনা মেনু, সঙ্গে রকমারি সুবিধা, রইল বিস্তারিত

Last Updated:

Christmas 2024 Celebration: আয়োজন করেছে আইএইচসিএল হোটেলগুলি। এর মধ্যে রয়েছে কলকাতার তাজ বেঙ্গল, কলকাতার নিউ টাউন সিটি সেন্টারের তাজ, দার্জিলিংয়ের তাজ চিয়া কুটির রিসর্ট অ্যান্ড স্পা, কলকাতার রাজকুটির এবং ভিভান্তা।  

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সামনে বড়দিন। সর্বত্র উৎসবের আমেজ। কলকাতা জুড়ে সাজো সাজো রব। কেক আর জিভে জল আনা সব খাবারের আয়োজন চলছে। এই সময়টা প্রিয়জনের সঙ্গে বিলাসবহুল হোটেলে কবজি ডুবিয়ে খাবার মজাই আলাদা। আর সঙ্গে যদি থাকে লাইভ মিউজিক আর সিগনেচার পানীয়, তাহলে তো কথাই নেই। পুরো জমে ক্ষীর।
প্রিয়জনের সঙ্গে বড়দিন উদযাপন
প্রিয়জনের সঙ্গে বড়দিন উদযাপন
advertisement

এমনই আয়োজন করেছে আইএইচসিএল হোটেলগুলি। এর মধ্যে রয়েছে কলকাতার তাজ বেঙ্গল, কলকাতার নিউ টাউন সিটি সেন্টারের তাজ, দার্জিলিংয়ের তাজ চিয়া কুটির রিসর্ট অ্যান্ড স্পা, কলকাতার রাজকুটির এবং ভিভান্তা।

আরও পড়ুন– বিশ্বের ১৬ শতাংশ জমির মালিক এই পরিবার, তাঁদের সামনে মাথা ঝুঁকিয়ে চলে অর্ধেক পৃথিবী, তাঁরা কারা জানেন?

advertisement

তাজ বেঙ্গল, কলকাতা

ক্রিসমাস ইভ – ২৪ ডিসেম্বর ২০২৪

CAL 27

সময়: সন্ধ্যা ৭টা থেকে।

বড়দিনের বিশেষ ডিনারের আয়োজন থাকছে। সঙ্গে সুস্বাদু সব খাবার। উৎসবের মজাদার আইটেম এবং অবশ্যই মনমাতানো পানীয়।

মূল্য: মাথাপিছু ৪,০০০ টাকা (ট্যাক্স আলাদা)।

আরও পড়ুন– ‘আরাধনা’-এর শ্যুটিংয়ের সময় গর্ভবতী, রাজেশ খান্নার সঙ্গে দুটো ‘সমস্যা’ হয়েছিল, গোপন কথা ফাঁস করলেন শর্মিলা ঠাকুর

advertisement

শিশুদের (৫ থেকে ১২ বছর বয়সী) জন্য মাথাপিছু ২,০০০ টাকা (ট্যাক্স আলাদা)।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন:

+91-33-6612 3488 / +91 8240278147

* শর্তাবলী প্রযোজ্য।

ক্রিসমাস ইভ – ২৪ ডিসেম্বর ২০২৪

দ্য গ্রিল বাই দ্য পুল

advertisement

সময়: সন্ধ্যা ৭টা থেকে।

পুলসাইডে বড়দিনের থিমে সাজানো গালা বুফের আয়োজন করা হচ্ছে। সেখানে থাকবে লাইভ স্টেশন, বড়দিনের স্পেশাল ডিশ এবং আনলিমিটেড সিগনেচার পানীয়। এখানেই শেষ নয়। লাইভ মিউজিকের আয়োজন থাকছে। মনের মতো গানের সুরে মনোমুগ্ধকর খাবারের আস্বাদ, উৎসবে মাততে আর কী চাই!

মূল্য: মাথাপিছু ৪,৫০০ টাকা (ট্যাক্স আলাদা)।

শিশুদের (৫ থেকে ১২ বছর বয়সী) জন্য মাথাপিছু ২,০০০ টাকা (ট্যাক্স আলাদা)।

advertisement

রিজার্ভেশনের জন্য যোগাযোগ করুন:

+91-33-6612 3488 / +91 8240278147

* শর্তাবলী প্রযোজ্য।

বড়দিন – ২৫ ডিসেম্বর, ২০২৪

CAL 27 এবং দ্য গ্রিল বাই দ্য পুল

সময়: দুপুর ১টা থেকে।

বন্ধুবান্ধবদের সঙ্গে সপরিবারে গান শুনতে শুনতে জমিয়ে ভূরিভোজ। বড়দিনের আসল মজা তো এটাই। সেই আয়োজনই থাকছে। সাজানো হচ্ছে জমকালো বড়দিনের ব্রাঞ্চ।

মূল্য: মাথাপিছু ৪,৫০০ টাকা (ট্যাক্স আলাদা)।

শিশুদের (৫ থেকে ১২ বছর বয়সী) জন্য মাথাপিছু ২,০০০ টাকা(ট্যাক্স আলাদা)।

রিজার্ভেশনের জন্য যোগাযোগ করুন:

+91-33-6612 3488 / +91 8240278147

* শর্তাবলী প্রযোজ্য।

তাজ সিটি সেন্টার নিউটাউন, কলকাতা

উৎসব মানেই পেটপুজো। বড়দিনে তাই বিশেষ ভোজের আয়োজন করেছে তাজ। সপরিবারে বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা দিতে দিতে খাওয়াদাওয়া সব এক ছাদের তলায়। সঙ্গে থাকছে আরও অনেক কিছু।

ক্রিমমাস গারমেট গুডিজ (২০২৪-এর ১৫ ডিসেম্বর থেকে ২০২৫-এর ১ জানুয়ারি পর্যন্ত)

এম্পেরর লাউঞ্জ

সময়: সকাল ১০টা থেকে রাত ১১টা।

কিউরেটেড গারমেট ক্রিসমাস গুডিজের সঙ্গে জয় অফ গিফটিংয়ের আনন্দে উৎসবে মেতে উঠবেন আপামর কলকাতাবাসী।

মেনু হাইলাইটস: চিরাচরিত ক্রিসমাস পুডিং, প্লাম কেক, মিন্স পাই, ডান্ডি কেক, জার্মান স্টোলেন ব্রেড, ইউল লগ এবং আরও অনেক কিছু।

মূল্য: দাম শুরু হচ্ছে ২০০ টাকা (ট্যাক্স আলাদা) থেকে।

বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন:

+91-6292288563

* শর্তাবলী প্রযোজ্য।

ক্রিসমাস ইভ – ২৪ ডিসেম্বর ২০২৪

শামিয়ানা

সময়: সন্ধ্যা ৭টা থেকে।

বড়দিনের ঠিক আগে পরিবার, বন্ধুবান্ধব এবং প্রিয়জনের সঙ্গে ডিনার বুফে। শামিয়ানায় ভূরিভোজের আয়োজন তো থাকছেই, সঙ্গে থাকছে আরও অনেক মজা এবং অফার।

মেনু হাইলাইট:

রোস্ট বাটারবল টার্কি, টার্কি রোল উইথ স্পাইসি ক্র্যানবেরি মেয়োনিজ, সি-ফুড বার, রোস্ট টেন্ডারলয়েন উইথ পেস্টো এন ক্রুট সহ আরও অনেক কিছু। অতিথিরা লাইভ ব্যান্ডের গানের তালে তাল মিলিয়ে উপভোগ করতে পারবেন সুন্দর স্বর্ণালি সন্ধ্যা।

মূল্য: মাথাপিছু (মকটেল সহ) ৩,০০০ টাকা (ট্যাক্স আলাদা)।

মাথাপিছু (বাছাই পানীয় সহ) ৩,৫০০ টাকা (ট্যাক্স আলাদা)।

রিজার্ভেশনের জন্য যোগাযোগ করুন:

+91-6292288563

* শর্তাবলী প্রযোজ্য।

ক্রিসমাস ইভ – ২৪ ডিসেম্বর, ২০২৪

সময়: সন্ধ্যা ৭টা থেকে।

এশিয়ান ফ্লেভার, প্যান এশিয়ান ইনগ্রিডিয়েন্ট এবং লাইভ ডিজের সঙ্গে এক উৎসবমুখর সন্ধ্যা। বড়দিন উদযাপন। অতিথিরা শেফের তৈরি ৫ কোর্স মেনু উপভোগ করতে পারবেন। থাকছে সি-ফুডও। খাবারের সঙ্গে আনলিমিটেড নির্দিষ্ট পানীয় বা রিফ্রেশিং মকটেল। রেসিডেন্ট ডিজে’র গানের তালে তালে পা মেলানো। বড়দিন উদযাপনের জন্য যা চাই সব মজুত।

মূল্য: মাথাপিছু (নির্বাচিত পানীয় সহ) ৩,০০০ টাকা (ট্যাক্স আলাদা)।

রিজার্ভেশনের জন্য যোগাযোগ করুন:

+91-6292288563

* শর্তাবলী প্রযোজ্য।

ক্রিসমাস ইভ – ২৪ ডিসেম্বর, ২০২৪

ওয়াইকিকি ব্রিউ পাব

সময়: সন্ধ্যা ৭টা থেকে।

অতিথিদের জন্য ওয়াইকিকি ব্রিউ পাব-এ বাছাই করা পানীয়ের সঙ্গে বারবিকিউ গ্রিল উপভোগের সমস্ত বন্দোবস্ত থাকছে।

মূল্য: আ-লা-কার্ট

বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন:

+91-6292288563

* শর্তাবলী প্রযোজ্য।

বড়দিন – ২৫ ডিসেম্বর ২০২৪

শামিয়ানা

সময়: দুপুর ১২.৩০ থেকে দুপুর ৩.৩০ পর্যন্ত।

ছুটির দিনে শামিয়ানার মনোরম পরিবেশ শেফের তৈরি স্পেশাল লাঞ্চ। লাইভ পারফর্ম করবে ব্যান্ড। উপস্থিত থাকবেন সান্তা খোদ। শিশুদের উপহারও দেবেন।

মেনু হাইলাইট: থাকছে পশ্চিমি, মেডাটেরানিয়ান এবং এশিয়ান খাবারের পদ। পছন্দ মতো পদে রসনাতৃপ্তি করতে পারবেন অতিথিরা।

মূল্য: মাথাপিছু (মকটেল সহ) ৩,০০০ টাকা (ট্যাক্স আলাদা)।

মাথাপিছু (নির্বাচিত পানীয় সহ) ৩,৫০০ টাকা (ট্যাক্স আলাদা)।

রিজার্ভেশনের জন্য যোগাযোগ করুন:

+91-6292288563

* শর্তাবলী প্রযোজ্য।

তাজ চিয়া কুটির রিসর্ট অ্যান্ড স্পা, দার্জিলিং:

প্রিয়জনের সঙ্গে মকাইবাড়ি টি এস্টেটের মধ্যে তাজ চিয়া কুটির রিসর্ট অ্যান্ড স্পা-তে বড়দিন উদযাপন। আজীবনের অভিজ্ঞতা হয়ে থাকবে। চারদিকে সবুজ ভরা। সময় যে কোথা দিয়ে কেটে যাবে বোঝাই যাবে না।

ফেস্টিভ স্টে অফার (২০২৪-এর ২২ ডিসেম্বর থেকে ২০২৫-এর ৭ জানুয়ারি পর্যন্ত)

বিলাসবহুল স্টেকেশনে থাকবেন অতিথিরা। উপভোগ করবেন আতিথ্য। প্যাকেজে বিশেষ কিছু সুবিধা রয়েছে।

সকাল ১০টায় চেন ইন। দেরি হলেও দুপুর ৩টে পর্যন্ত চেক ইন করা যাবে (তবে সুবিধার উপর নির্ভর করছে)।

দৈনিক প্রাতরাশ

খাবার, পানীয়, স্পা এবং সেলুনে ২০ শতাংশ ছাড়।

৫ বছরের নীচে ২ জন শিশুর বিনামূল্যে থাকার সুবিধা।

৫ বছরের বেশি বয়সী শিশুদের জন্য খাবার বুফে চার্জের ৫০ শতাংশের ভিত্তিতে চার্জ করা হবে।

রুমেই উৎসব উদযাপন।

সন্ধ্যায় চায়ের আড্ডা

২৪ ডিসেম্বর লবিতে ক্রিসমাস ক্যারল এবং সান্তার হাত থেকে মিলবে উপহার।

৩১ ডিসেম্বর রিসর্টে নতুন বছরের গালা ডিনার, লাইভ ব্যান্ড এবং ডিজে।

সমস্ত ডিভাইসে স্ট্যান্ডার্ড Wi-Fi-এর সুবিধা।

বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন:

+91 354 2346070

* শর্তাবলী প্রযোজ্য।

ক্রিসমাস ইভ – ২৪ ডিসেম্বর, ২০২৪

সময়: সন্ধ্যা ৭টা থেকে।

অতিথিদের জন্য থাকছে জমকালো ডিনার। স্টার্টারস, লাইভ কাউন্টার এবং বুফে ডিনার, সব মজুত। থাকছে ভারতীয়, উত্তর পশ্চিম সীমান্ত, উত্তর পূর্ব, ওরিয়েন্টাল, কন্টিনেন্টাল এবং মেডিটেরানিয়ান রান্নার আয়োজন। সন্ধ্যা আরও রঙিন করে তুলতে থাকবে লাইভ এন্টারটেইনমেন্টের ব্যবস্থা। প্যাকেজে নির্বাচিত প্রিমিয়াম পানীয়ের আনলিমিটেড অ্যাক্সেসও পাবেন অতিথিরা।

মূল্য: মাথাপিছু ৭,০০০ টাকা (ট্যাক্স আলাদা)।

৫ বছরের কম বয়সী শিশুদের কোনও চার্জ দিতে হবে না।

৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য গালা ডিনার চার্জের ৫০ শতাংশ।

১২ বছরের বেশি বয়সী শিশুদের জন্য সম্পুর্ণ গালা ডিনার চার্জ প্রযোজ্য হবে।

বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন:

+91 354 2346070

* শর্তাবলী প্রযোজ্য।

রাজকুটির, কলকাতা:

ক্রিসমাস ইভ – ২৪ ডিসেম্বর, ২০২৪

দ্য কোর্টইয়ার্ড

সময়: সন্ধ্যা ৭টা থেকে।

মনোরম প্রকৃতির মাঝে রাজকুটির, কলকাতা – IHCL সিলেকশনসে বড়দিন উদযাপন এক অন্য অভিজ্ঞতা এনে দেবে নিঃসন্দেহে। ক্রিসমাসের জন্য থাকছে স্পেশাল মেনু। সঙ্গে নির্বাচিত পানীয়। আনন্দ দ্বিগুণ হয়ে যাবে।

মেনু হাইলাইট: অতিথিদের পাতে পড়বে গ্রিলড ফিশ উইথ টমেটো সালসা এবং সিট্রাস সালসা, গ্রিলড পনির ও চিজ স্টেক, ভেজিটেবল ব্রোচেটস রোজমেরি এবং গার্লিক মেরিনেড, রোস্ট টার্কি উইথ ট্র্যাডিশনাল ক্র্যানবেরি সস, রোস্ট লেগ অফ ল্যাম্ব উইথ অ্যাপল সস, ফুসিলি পাস্তা, পেন্নে পাস্তা, গোয়ান ফিশ কারি, মুর্গ দহি কালি মির্চ, কুন্দন পনির, দম আলু, ভেজিটেবল দম বিরিয়ানি, ট্র্যাডিশনাল ক্রিসমাস পুডিং, কিওই র্যাস্পবেরি শার্লট, হোয়াইট চকলেট মুজ উইথ ফলস অফ দ্য ফরেস্ট, ডার্ক চকলেট প্রালাইন কেক, স্টোলেন ব্রেড এবং আরও অনেক কিছু।

মূল্য: বুফে ডিনার – মাথাপিছু ২,৪৯৯ টাকা (সব অন্তর্ভুক্ত)

বুফে ডিনার – ৬ থেকে ১২ বছর বয়সীদের জন্য ১,৪৯৯ টাকা (সব অন্তর্ভুক্ত)।

বুকিংয়ের জন্য কল করুন – +91-6289461972

* শর্তাবলী প্রযোজ্য।

ভিভান্তা, কলকাতা, ইএম বাইপাস:

কলকাতার বুকে প্রিয়জনের সঙ্গে বিলাসবহুল পরিবেশে বড়দিন উদযাপনের সুযোগ করে দিচ্ছে ভিভান্তা। নানা স্বাদের রকমারি খাবার, পানীয় এবং লাইভ অনুষ্ঠান, সব আয়োজনই থাকছে।

ক্রিসমাস ইভ – ২৪ ডিসেম্বর, ২০২৪

MYNT

সময়: সন্ধ্যা ৭টা থেকে।

বড়দিনের প্রাক্কালে গালা ডিনার বুফে। চিরাচরিত হলিডে ডিলাইটস, পছন্দের মেনুর সঙ্গে লাইভ পারফরম্যান্স।

মেনু হাইলাইট: অতিথিদের পাতে পড়বে রোস্টেড বাটারবল টার্কি উইথ ক্র্যানবেরি সস, ডোফিনোইজ পটেটো অ গ্রাঁ, প্লাম পুডিং, ইউল লগ এবং আরও অনেক কিছু।

মূল্য: বুফে ডিনার – মাথাপিছু ১৮৫০ টাকা (ট্যাক্স আলাদা)।

বুফে ডিনার – ৬ বছর থেকে ১২ বছর বয়সীদের জন্য মাথাপিছু ৯২৫ টাকা (ট্যাক্স আলাদা)।

বুকিংয়ের জন্য কল করুন – + ৯১-৬২৯২২৭৪০০৩

* শর্তাবলী প্রযোজ্য।

বড়দিনের ব্রাঞ্চ – ২৫ ডিসেম্বর, ২০২৪

MYNT

সময়: দুপুর ১২.৩০ থেকে দুপুর ৩.৩০ মিনিট পর্যন্ত।

অতিথিদের জন্য থাকছে চিরাচরিত হলিডে ডিলাইটস এবং ক্লাসিক পদের মেনু। বড়দিনের ব্রাঞ্চে জমকালো আয়োজন।

মেনু হাইলাইট: পাতে পড়বে ডাক কারি উইথ অ্যাপল, ফাউল কাটলেট (অ্যাংলো ইন্ডিয়ান), ফিউশন চাট স্টেশন, অপেরা পেস্ট্রি এবং আরও অনেক কিছু।

মূল্য: ব্রাঞ্চ উইথ মকটেলস – মাথাপিছু ২২৫০ টাকা (ট্যাক্স আলাদা)।

ব্রাঞ্চ উইথ সিলেক্ট বেভারেজেস- মাথাপিছু ৩২৫০ টাকা (ট্যাক্স আলাদা)।

কিডস ব্রাঞ্চ – মাথাপিছু (৬ থেকে ১২ বছর) ১১২৫ টাকা (ট্যাক্স আলাদা)।

বুকিংয়ের জন্য কল করুন – + ৯১-৬২৯২২৭৪০০৩

* শর্তাবলী প্রযোজ্য।

বড়দিনের ডিনার – ২৫ ডিসেম্বর, ২০২৪

MYNT

সময়: সন্ধ্যা ৭টা থেকে।

অতিথিদের জন্য থাকছে বড়দিনের গালা ডিনার বুফে। ঐতিহ্যবাহী বড়দিনের রকমারি পদ।

মূল্য: ব্রাঞ্চ উইথ মকটেলস: মাথাপিছু ১,৮৫০ টাকা (ট্যাক্স আলাদা)।

ব্রাঞ্চ উইথ সিলেক্ট বেভারেজেস – মাথাপিছু ২,৯৯৯ টাকা (ট্যাক্স আলাদা)।

কিডস ব্রাঞ্চ (৬ থেকে ১২ বছর) – ৯২৫ টাকা (ট্যাক্স আলাদা)।

বুকিংয়ের জন্য কল করুন – + ৯১-৬২৯২২৭৪০০৩

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

* শর্তাবলী প্রযোজ্য।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Christmas 2024: প্রিয়জনের সঙ্গে বড়দিন উদযাপন করুন IHCL-এর হোটেলে, থাকছে জিভে জল আনা মেনু, সঙ্গে রকমারি সুবিধা, রইল বিস্তারিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল