রোদজ্বলা পৃথিবীতে রয়েছে অনেক রকমের ফ্রেম, অনেক রকমের আকার—সানগ্লাসের। সেই সব সানগ্লাস যে কোনও মানুষের মুখে বসে তৈরি করতে পারে একটা আলাদা রেখাচিত্র। কোনওটা পারে মুখের গড়নকে আরও আকর্ষণীয় করে তুলতে। কোনওটা পারে একই ভাবে মুখকে বেমানান, বিশ্রী করে তুলতে। দেখে নেওয়া যাক কোন ধরনের মুখে কী ধরনের ফ্রেম আর শেপের সানগ্লাস সব থেকে ভাল লাগে!
advertisement
আরও পড়ুন: রাজ্যের ২ মন্ত্রীকে বিঁধে সিপিআইএমের নতুন প্যারোডি, গান বাঁধলেন রাহুল-নীলাব্জ
প্রথমেই দেখে আর বুঝে নিতে হবে নিজের মুখের গড়ন কেমন। সাধারণত মানুষের মুখের গড়নকে চার ভাগে ভাগ করা হয়— হার্ট বা পান পাতার মতো, গোল, ডিম্বাকৃতি এবং চৌকো। সব থেকে ভাল হয় যদি এ বিষয়ে যদি কোনও বন্ধুকে জিজ্ঞাসা করা যায়। অথবা, নিজেকেই আয়নায় ভাল করে দেখে বুঝে নিতে হবে। সেলফি তুলেও বুঝে নেওয়া যায়। এখন তো নানা রকম ফোটো এডিটিং অ্যাপে লাইন ড্রয়িংয়ের ব্যবস্থা থাকে সে ভাবেই বুঝে নেওয়া যায়।তারপর মানানসই সানগ্লাস খোঁজার পালা। রইল তালিকা—
*হার্ট বা পানপাতা মুখ:
পুরুষ: ব্রো-লাইন (Browline), রেট্রো স্কোয়ার (Retro square), স্পোর্টস (Sports)
মহিলা: ক্যাট আই (Cat Eye), ব্রো-লাইন (Browline), রেট্রো স্কোয়ার (Retro square)
আরও পড়ুন: আজই আবহাওয়ার আমূল বদল, তছনছ করতে পারে কালবৈশাখী, 'এই' জেলাগুলিতে ঝেঁপে নামবে বৃষ্টি...
*গোল (Round) মুখ:
পুরুষ: অ্যাভিয়েটর (Aviator), রেট্রো স্কোয়ার (Retro square), স্কোয়ার (square)
মহিলা: ক্যাট আই (Cat Eye), ওভার সাইজড (Oversized), স্কোয়ার (square)
*ডিম্বাকৃতি (Oval) মুখ:
পুরুষ: অ্যাভিয়েটর (Aviator), রেট্রো স্কোয়ার (Retro square), গোল (Round)
মহিলা: অ্যাভিয়েটর (Aviator), রেট্রো স্কোয়ার (Retro square), ওভার সাইজড (Oversized)
*চৌকো (square) মুখ:
পুরুষ: অ্যাভিয়েটর (Aviator), ব্রো-লাইন (Browline), গোল (Round)
মহিলা: অ্যাভিয়েটর (Aviator), ব্রো-লাইন (Browline), গোল (Round)