TRENDING:

Bhai dooj| Recipe|| রাজা-বাদশার চেয়ে ভাই কম কীসে! ভাইফোঁটায় নিজের হাতে রাঁধুন চিকেন আকবরি...

Last Updated:

Chicken Akbari Recipe: ছোট ভাই বা দাদার জন্য যদি নিজে হাতে চিকেন আকবরি রান্না করেন তাহলে তাঁদের চোখে যে আনন্দের চমক দেখা যাবে তা সত্যিই অমূল্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রিয়জনের জন্য নিজে হাতে কিছু রান্না করার মজাই আলাদা। কারণ সেই রান্নায় থাকে ভালোবাসা আর স্নেহের ছোঁওয়া। কেনা খাবারে কি আর এইসব পাওয়া যায়? ভাইফোঁটায় ছোট ভাই বা দাদার জন্য যদি নিজে হাতে চিকেন আকবরি রান্না করেন তাহলে তাঁদের চোখে যে আনন্দের চমক দেখা যাবে তা সত্যিই অমূল্য। রইল সেই সুস্বাদু রান্নার রেসিপি...
 চিকেন আকবরি। সংগৃহীত ছবি।
চিকেন আকবরি। সংগৃহীত ছবি।
advertisement

উপকরণ:

৫০০ গ্রাম চিকেন

২টি কাঁচা লঙ্কা

১ টেবিল চামচ আদা বাটা

১/২ কাপ দই

১ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো

১/২ চা চামচ দারচিনি

২ লবঙ্গ

৫০ গ্রাম কাজু

২ টেবিল চামচ সর্ষের তেল

১ মুঠো ধনেপাতা

১/২ কাপ পেঁয়াজ

১ টেবিল চামচ রসুন বাটা

১/২ কাপ টম্যাটো কুচি

advertisement

দেড় চা চামচ গরম মশলা গুঁড়ো

১ চা চামচ হলুদ

২টি সবুজ এলাচ

৫০ গ্রাম নারকেল কোরা

২ চা চামচ ধনে গুঁড়ো

২ টেবিল চামচ ঘি

প্রয়োজন অনুযায়ী নুন

প্রণালী:

মাংস ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। পাত্রে ঘি গরম করে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে নেড়ে নিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা ও পেঁয়াজ দিয়ে ভাজতে হবে বাদামি না হয়ে যাওয়া পর্যন্ত। লঙ্কা ও পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে তার মধ্যে আদা, রসুন বাটা ও টম্যাটো দিতে হবে। আন্দাজমতো নুন দিয়ে মিশিয়ে দিতে হবে।

advertisement

আরও পড়ুন: দীপাবলির ভুরিভোজে বদহজমের ভয়? সঙ্গী হোক এই ঘরোয়া টোটকা

আরও পড়ুন: দীপাবলি বা ভাইফোঁটার পাতে আলো ছড়াক মাংসের কচুরি! কী ভাবে বানাবেন, রইল রেসিপি

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

তার মধ্যে চিকেন দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না মাংসের রঙ পাল্টে যায়। সব রকমের মশলা দিয়ে ভাল করে নেড়ে দই দিয়ে পাত্রের ঢাকা বন্ধ করে দিতে হবে। মাংস যতক্ষণ রান্না হচ্ছে তার মধ্যে কাজুবাদাম ও নারকেল বেটে বা ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিতে হবে। যখন মশলা তেল ছাড়বে, আধ কাপ জলের সঙ্গে এই কাজুবাটা মিশিয়ে দিয়ে দিতে হবে মাংসের মধ্যে। তারপর তাতে দিয়ে দিন ধনেপাতা। আবার পাত্রের ঢাকা বন্ধ করে ৫ মিনিট রান্না করুন। মাংস আঁচ থেকে নামানোর আগে সামান্য কসুরি মেথি হাতে ডলে নিয়ে দিয়ে দিন। যদি টম্যাটোর টক স্বাদ পছন্দ হয় তাহলে কাজু আর নারকেল বাটার সময়েও একটু টম্যাটো দিয়ে দেওয়া যায়।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bhai dooj| Recipe|| রাজা-বাদশার চেয়ে ভাই কম কীসে! ভাইফোঁটায় নিজের হাতে রাঁধুন চিকেন আকবরি...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল