TRENDING:

Oily Skin Care in Summer: কালোই ভালো, গরমে তৈলাক্ত ত্বকের যত্নে এই প্যাকই সেরা, বানান বাড়িতেই

Last Updated:

Oily Skin Care in Summer: রোমকূপের মুখ বন্ধ হয়ে যাওয়া এখন বড় সমস্যা ৷ পরিবেশের ধুলোবালি ময়লা ঢুকে পড়ে রোমকূপের মুখ বন্ধ করে দেয় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পরিবেশ দূষণ-সহ অন্যান্য সমস্যা বেড়ে যাওয়ায় পোর ক্লগিং (Pore Clogging) বা রোমকূপের মুখ বন্ধ হয়ে যাওয়া এখন বড় সমস্যা ৷ পরিবেশের ধুলোবালি ময়লা ঢুকে পড়ে রোমকূপের মুখ বন্ধ করে দেয় ৷ তার ফলে ত্বকে ব্রণ, অ্যাকনে, বিবর্ণতা-সহ বিভিন্ন সমস্যা দেখা দেয় ৷ চারকোল সব রকম ধুলোবালি ময়লা সরিয়ে ত্বককে ঝকঝকে করে তোলে ৷
advertisement

চারকোল ফেসপ্যাকের (Charcoal facepack) ফলে মুখের ত্বকের তৈলগ্রন্থি থেকে তেল বেরনোও নিয়ন্ত্রিত হয় ৷ ফলে ব্ল্যাকহেডস ও অ্যাকনের সমস্যা কমে ৷ এক্সফলিয়েশনও ভাল হয় চারকোলের প্রভাবে ৷ মরা কোষ ঝরে গিয়ে নতুন কোষের উজ্জ্বলতায় ত্বক নতুন জীবন লাভ করে ৷ তৈলাক্ত ত্বকের জন্য চারকোল ফেসপ্যাক বিকল্পহীন ৷ তৈলাক্ত ত্বকে ব্রণ ও অ্যাকনের দাগ বেশি থাকে ৷ গরমকালে সমস্যা তীব্র হয় ৷ সে সময় চারকোল মাস্কের প্রলেপে ত্বক শ্বাস প্রশ্বাসের জন্য মুক্ত জায়গা পায় ৷ তৈলাক্ত ত্বককে ম্যাট লুক দেয় চারকোল ফেসপ্যাক ৷

advertisement

আরও পড়ুন : গরমে তেলতেলে নাকে অসংখ্য় ব্ল্যাকহেডস? হাতের কাছেই আছে ঘরোয়া সমাধান

বাজারে নামী দামী সংস্থার তৈরি চারকোল ফেসপ্যাক পাওয়া যায় ৷ ইচ্ছে করলে আপনি বাড়িতেও তৈরি করে নিতে পারেন এই ফেসপ্যাক ৷

কীভাবে বানাবেন-

# ১ চামচ চারকোল পাউডার, ১ চামচ মুলতানি মাটি, এক চিমটে বেকিং সোডা, ১ চামচ নারকোল তেল একটা পাত্রে মিশিয়ে নিন ৷ সারা মুখে ভাল করে মিশ্রণটি লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন ৷ তার পর জল দিয়ে ধুয়ে নিন ৷

advertisement

আরও পড়ুন : উপকরণ সামান্য, হলদেটে দাঁতকে বাড়িতেই করে তুলুন সাদা ঝলমলে

# চারকোল পাউডারের সঙ্গে মেশান ২ চামচ লিকুইড সাবান, ১ চামচ আমন্ড অয়েল, ২ চামচ চালের গুঁড়ো, ১ চামচ বেকিং সোডা ৷ মিশ্রণটি ভাল করে গাঢ় হওয়ার পর মুখে লাগিয়ে ১ মিনিট ধরে মালিশ করুন ৷ ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন ৷

advertisement

# চারকোল পাউডারের সঙ্গে ১ টা  ডিমের সাদা অংশ, এক চতুর্থাংশ চামচ লেবুর রস মিশিয়ে একটু ফোলা এবং ফাঁপা মিশ্রণ তৈরি করুন ৷ সেটি মুখে লাগিয়ে রাখুন ১০ মিনিট ৷ তার পর ঈষদুষ্ণ জল দিয়ে ভাল করে ধুয়ে নিন ৷

আরও পড়ুন :  উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে এই তেলের জুড়ি নেই

advertisement

কীভাবে ব্যবহার করবেন-

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

চারকোল মাস্ক ব্যবহার করার আগে ভাল করে মুখ ক্লেনজার দিয়ে পরিষ্কার করে নিন ৷ তার পর চোখ ও ঠোঁটের অংশ বাদ দিয়ে মুখের সর্বত্র সমানভাবে মালিশ করুন মিশ্রণ ৷ প্রয়োজনের বেশিক্ষণ রাখলে ত্বক অতিরিক্ত শুকনো হয়ে যায় ৷ ভাল করে ধুয়ে ময়শ্চরাইজার লাগিয়ে নিতে ভুলবেন না ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Oily Skin Care in Summer: কালোই ভালো, গরমে তৈলাক্ত ত্বকের যত্নে এই প্যাকই সেরা, বানান বাড়িতেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল