বালিশের কভার দিয়ে পরিষ্কার: বালিশের ওয়ার দিয়ে খুব সহজেই ফ্যানের ব্লেড পরিষ্কার করা যায়। তবে এর কৌশল রয়েছে। প্রথমে একটা সুতির বালিশের কভার নিতে হবে। সেটাকে সামান্য ভিজিয়ে নিলে খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে সব ময়লা। সবার আগে ফ্যানের ব্লেডে জামা পরানোর মতো ওয়ারটা পরিয়ে দিতে হবে। তারপর দুহাত দিয়ে চেপে বের করে আনতে হবে। এতে সব ময়লা বালিশের কভারের ভিতর গিয়ে পড়বে। বারবার পরিষ্কার করার প্রয়োজন হবে না।
advertisement
আরও পড়ুন: এই সব অপারেটিং সিস্টেমে আর কাজ করবে না গুগল ক্রোম! এবার কী করবেন, জেনে নিন বিস্তারিত!
কয়েক মাস ফ্যান পরিষ্কার না হলে এই কৌশল: কয়েক মাস ফ্যান পরিষ্কার না করলে ময়লা সহজে উঠতে চাইবে না। এতে শুকনো ধূলিকণার পাশাপাশি আঠালো দানাও থাকবে। এই পরিস্থিতিতে প্রথমে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে। যাতে ধুলো দূর হয়ে যায়। এরপর ভেজা কাপড় দিয়ে আরও একবার পরিষ্কার করতে হবে। তাহলেই সব ময়লা দূর হবে। তবে আঠালো ময়লা পরিষ্কার করতে সাবান জল প্রয়োজন। কমপক্ষে তিন বার ব্লেডগুলোকে ধুতে হবে। না হলে দ্বিগুণ পরিশ্রমও জলে যাবে।
নোংরা কাপড় নয়: ঝাড়পোঁছ করার সময় অনেকেই নোংরা কাপড় ব্যবহার করেন। এতে আদতে কোনও কাজ হয় না। ফ্যানের ব্লেড আরও নোংরা হবে। পরিষ্কার করা আরও কষ্টসাধ্য হয়ে উঠবে। তাই পরিষ্কার সুতির কাপড় সবচেয়ে ভাল। অনেকে মাইক্রোফাইবার বেছে নেন। এটাও ভাল বিকল্প। ফ্যান পরিষ্কার করার আগে খবরের কাগজ কিংবা চাদর বিছিয়ে নিতে ভুললে চলবে না। না হলে বিছানা বা মেঝেতে ময়লা পড়বে।