TRENDING:

কসমেটিক্স ব্যবহারের আগে সাবধান !

Last Updated:

জানেন কি ? ত্বক বা চুলের জেল্লা বাড়াতে যে ক্রিম বা শ্যাম্পু আমরা ব্যবহার করি , তারমধ্যেই মিশে রয়েছে বিষ বা ক্ষতিকর রাসায়নিক!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  নিরাপদ নয় কোনও কিছুই ৷  বাজারে কসমেটিক্সের চাহিদা দিন দিন বেড়েই চলেছে ৷ কারণ নিজেকে সুন্দর দেখতে কে না চায় বলুন ৷ আর তার জন্য দরকার বিভিন্ন প্রসাধনী সামগ্রী ৷ বাজারে যার সংখ্যা এবং ভ্যারাইটি ক্রমে বেড়েই চলেছে দিনদিন ৷ কিন্তু জানেন কি ? ত্বক বা চুলের জেল্লা বাড়াতে যে ক্রিম বা শ্যাম্পু আমরা ব্যবহার করি , তারমধ্যেই মিশে রয়েছে বিষ বা ক্ষতিকর রাসায়নিক! অজান্তেই সেই বিষ ব্যবহার করছি আমরা।
advertisement

ক্রিম, লোশন বা সাবান তৈরিতে যে সমস্ত জিনিসগুলি ব্যবহার করা হয় ৷ তা যথেষ্ট ক্ষতিকারক ৷ যেমন পেট্রোলিয়ামজাত উপদান প্যারাফিন কসমেটিক্স তৈরিতে ব্যবহৃত হয় ৷ কারণ এটি ত্বককে মসৃণ করতে সাহায্য করে ৷ কিন্তু ভয়ের বিষটা হল, এই প্যারাফিনের বেশি ব্যবহারে ত্বকের কোষ ধ্বংস হতে পারে ৷ যা মোটেই ভাল খবর নয় ৷ এছাড়া ঠোঁট ওয়েট রাখতে আমরা যে ‘লিপ গ্লস’ ব্যবহার করি তা তৈরি করতে বেশকিছু জিনিসের দরকার হয়। মাছের আঁশ না হলে লিপগ্লস তৈরি করা সম্ভব নয়। এখানেই শেষ নয়, শ্যাম্পুতে ব্যবহৃত কেমিক্যাল চিটোসান তৈরি হয় চিংড়িমাছ , কাঁকড়া এবং কিছু পোকামাকড় দিয়ে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এছাড়া বডি লোশন, ক্রিম, আফটার শেভ লোশন, চুলে দেওয়ার রঙ, মাউথওয়াশ-সহ অনেক কসমেটিকসেই অ্যালকোহল ব্যবহৃত হয়। অ্যালকোহল ব্যবহারের ফলে চামড়া বা চুল শুকিয়ে যায়।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
কসমেটিক্স ব্যবহারের আগে সাবধান !